জাজেস কোর্ট রোডে কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ে রয়েছে কাটা গাছ। — নিজস্ব চিত্র।
ডালপালা ছাঁটার (ট্রিমিং) নামে একটি প্রাচীন বটগাছের একাধিক বড় বড় ডাল যথেচ্ছ ভাবে কেটে ফেলার অভিযোগ উঠেছে আলিপুরের জাজেস কোর্ট রোডে, কলকাতাবিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের ক্যাম্পাসে। গাছ কাটা বন্ধ করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের শিক্ষকেরা একজোট হয়ে উপাচার্যকে চিঠি লিখেছিলেন। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। গত শনিবার এই ঘটনা ঘটেছে। গাছ কাটার অভিযোগ পেয়ে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। ঘটনার প্রসঙ্গেসুভাষ এ দিন বলেন, ‘‘ছাঁটার নামে অন্যায় ভাবে বটগাছের বড় বড় ডাল কেটে ফেলা হয়েছে। যা একেবারে অনুচিত। অক্সিজেনের জোগান অব্যাহত রাখতে শহরে সবুজায়ন একান্ত প্রয়োজন। তার বদলে বিশ্ববিদ্যালয়ের তরফেই গাছ কাটা হলে সমাজে ভয়াবহ বার্তা যাওয়ার কথা! শীঘ্রই পরিবেশ আদালতে মামলা করব।’’
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘‘শিক্ষকেরা ইমেলে বিষয়টি জানিয়েছিলেন। এমন অনেক মেল আসে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার বলতে পারবেন।’’ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সেই ইঞ্জিনিয়ার শুভাশিস সান্যালের দাবি, ‘‘বটগাছটির একাংশ বিপজ্জনক ভাবে হেলে পড়েছিল। যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারত। সেই জন্য বিপজ্জনক অংশ কেটে ফেলা হয়েছে। পরিবেশ দফতরের অনুমতি নিয়েই পুরসভার উদ্যান বিভাগ কাজটা করেছে।’’
যদিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়ের গেট তৈরির জন্য গাছের মোটা ডাল কেটে ফেলা হয়েছে। ক্যাম্পাসের ভিতরে আরও বহু পুরনো গাছ আছে। তাঁদের আশঙ্কা, নতুন ভবন তৈরির নামে আরও গাছ কাটা হতে পারে। শুভাশিস বলেন, ‘‘গেট নষ্ট হয়ে গিয়েছে। এখানে নিরাপত্তারক্ষীদের বসার কোনও ঘর নেই। তাঁরা গাছের নীচে বসে থাকেন। সেই জন্য কিছু সংস্কারের কাজ হবে।’’