Congress

সভার জন্য ‘হেনস্থা’, থানা ঘেরাওয়ের ডাক

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় যুক্তিগ্রাহ্য অসঙ্গতির নামে মানুষের হয়রানি বন্ধের দাবিতে প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় সভা হয়েছিল। তার জেরে দলের নেতা-কর্মীদের আটক করে পুলিশ হয়রান করছে, এই অভিযোগে রাজারহাটে থানা ঘেরাওয়ের ডাক দিল কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৩:২২
Congress to protest against police over harassment

রাজারহাটের সভায় প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও অন্য কংগ্রেস নেতারা। —নিজস্ব চিত্র।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় যুক্তিগ্রাহ্য অসঙ্গতির নামে মানুষের হয়রানি বন্ধের দাবিতে প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় সভা হয়েছিল। তার জেরে দলের নেতা-কর্মীদের আটক করে পুলিশ হয়রান করছে, এই অভিযোগে রাজারহাটে থানা ঘেরাওয়ের ডাক দিল কংগ্রেস। রাজারহাট যুব কংগ্রেস ও রাজারহাট কংগ্রেস সংখ্যালঘু বিভাগের ব্যবস্থাপনায় সোমবার সন্ধ্যায় রাজারহাটের লাউহাটি বাসস্ট্যান্ডে ওই সভায় এসআইআর-এর নামে মানষের হয়রানি ও ‘অন্যায়ে’র বিরুদ্ধে সরব হয়েছিলেন রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, উত্তর ২৪ পরগনা জেলা (গ্রামীণ) কংগ্রেসের সভাপতি ইন্দ্রাণী দত্ত চট্টোপাধ্যায়, দলের নেতা শেখ নিজাম, শামিম আখতার, মহম্মদ সরফরাজ প্রমুখ। কংগ্রেসের অভিযোগ, সভা শেষে স্থানীয় পঞ্চায়েতের দলীয় সদস্য জুলফিকার মোল্লা, রাজারহাট যুব কংগ্রেসের সভাপতি রজত শুভ্র বসুকে রাজারহাট থানায় নিয়ে গিয়ে ভোর তিনটে পর্যন্ত আটক রাখা হয়েছিল। ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার ফের রাজারহাটে গিয়ে পুলিশের আচরণের বিরুদ্ধে ফের সরব হয়েছেন ইন্দ্রাণী, এলাকায় কংগ্রেস কর্মীদের সঙ্গে কথা বলেছেন। সেখান থেকেই থানায় বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে।

আরও পড়ুন