Court Verdict

কিশোরীকে ধর্ষণে যাবজ্জীবন

যুবককে যাবজ্জীবন কারাবাসের সাজা দিল কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ পকসো কোর্ট। সেই সঙ্গে তার ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছ’মাসের কারাদণ্ড হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ০৬:৫৩
বৃহস্পতিবার বিচারক পাপিয়া দাস রায় দিয়েছিলেন।

বৃহস্পতিবার বিচারক পাপিয়া দাস রায় দিয়েছিলেন। —প্রতীকী চিত্র।

গঙ্গায় স্নান করে উঠে ঘাটে পোশাক পরিবর্তনের ঘরেপোশাক বদল করছিল ১৪ বছরের কিশোরী। তখন সেখানে ঢুকে তাকে ধর্ষণ করে এক যুবক। ২০২২ সালে উত্তর বন্দর থানার এই মামলায় অভিযুক্ত ওই যুবককে যাবজ্জীবন কারাবাসের সাজা দিল কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ পকসো কোর্ট। সেই সঙ্গে তার ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছ’মাসের কারাদণ্ড হয়েছে। বৃহস্পতিবার বিচারক পাপিয়া দাস এই রায় দেন। মামলার সরকারি আইনজীবী সৈকত পাণ্ডে জানান, ঘটনাটিঘটেছিল ২০২২ সালের ১৭ অক্টোবর। কিশোরীকে ধর্ষণের পাশাপাশি হুমকিও দেয় ওই যুবক। অন্য এক মহিলা পোশাক পরিবর্তনের জন্য ওই ঘরে এসে ঘটনাটি দেখতে পান। তখনই পালায় সে।উত্তর বন্দর থানার পুলিশ পরেরদিন তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। ওই যুবক এইচআইভি পজ়িটিভ।

আরও পড়ুন