Cyber Fraud

পুরীর হোটেল বুক করতে গিয়ে বিপত্তি! মহারাষ্ট্রে বসে গ্রাহকদের ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলেন প্রতারক, ধৃত ১

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হুজ়াইফা সাবির দরবার। ৪১ বছর বয়সি ওই ব্যক্তি মহারাষ্ট্রের পুণের বাসিন্দা। সোমবার ভোর প্রায় ৩টে নাগাদ তাঁর অফিসে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১১:১৪

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

হোটেল বুকিংয়ের ভুয়ো ওয়েবসাইট খুলে মহারাষ্ট্রে বসে কলকাতার গ্রাহকদের ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলেন প্রতারক! এ ভাবে প্রায় এক বছর ধরে বিভিন্ন গ্রাহকের থেকে সাড়ে ১৩ লক্ষেরও বেশি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার গভীর রাতে মহারাষ্ট্র থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হুজ়াইফা সাবির দরবার। ৪১ বছর বয়সি ওই ব্যক্তি মহারাষ্ট্রের পুণের বাসিন্দা। সোমবার ভোর প্রায় ৩টে নাগাদ তাঁর অফিসে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের ঘর ও অফিসে তল্লাশি চালিয়ে অপরাধে ব্যবহৃত মোবাইল, একটি ল্যাপটপ এবং একটি পেন ড্রাইভ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত গত বছরের মাঝামাঝি। ২০২৫ সালের মে মাসে পুরীতে হোটেল বুক করতে গিয়ে প্রতারণার শিকার হন দক্ষিণ কলকাতার হরিদেবপুরের বাসিন্দা এক ব্যক্তি। দেবজ্যোতি মল্লিক নামে ওই যুবক অনলাইনে ‘পুরীহোটেলকলকাতাবুকিংগো’ নামে একটি ওয়েবসাইট থেকে হোটেল বুক করার চেষ্টা করছিলেন। কিন্তু আদতে ওয়েবসাইটটি ছিল ভুয়ো। হোটেল বুক করার চেষ্টা করতেই নিজেকে অনুজকুমার সোলাঙ্কি পরিচয় দিয়ে এক যুবক তাঁকে ফোন করেন। প্রাথমিক ভাবে, অগ্রিম টাকা দেওয়ার জন্য দেবজ্যোতিকে মাত্র ১ টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠাতে বলা হয়। এর পর ইউপিআই মারফত লেনদেনে গোলযোগের অজুহাত দেখিয়ে তাঁকে বলা হয়, বাকি টাকা পাঠাতে হবে আশিস জেনা নামে আর এক ব্যক্তির অ্যাকাউন্টে। তাঁর কথামতো সেই অ্যাকাউন্টে সাড়ে চার হাজার টাকা পাঠিয়ে দেন ওই যুবক। তবে সম্পূর্ণ অর্থ প্রদানের পরেও বুকিং নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ। ওই নম্বরগুলিতে বার বার ফোন করেও উত্তর মেলেনি। এর পরেই পুলিশের দ্বারস্থ হন দেবজ্যোতি।

অজ্ঞাতপরিচয় প্রতারকদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্তে নামে পুলিশ। তাতেই প্রকাশ্যে আসে আসল তথ্য। জানা যায়, শুধু দেবজ্যোতিকেই নয়, দেশের বিভিন্ন নামীদামি হোটেলের ভুয়ো ওয়েবসাইট তৈরি করে অন্তত ৩০ জন গ্রাহককে ঠকিয়ে ১৩,৬০,৮০৩ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারকেরা। অপরাধে ব্যবহৃত মোবাইল নম্বরগুলির সূত্র ধরে প্রতারকের সন্ধান পান তদন্তকারীরা। শেষমেশ সোমবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন