Kolkata Heritage

কলকাতা শহরের ঐতিহ্যবাহী ভবনের সামনে থেকে হকার সরানো নিয়ে বিতর্ক মাসিক অধিবেশনে , আশ্বাস পুরসভার

শুক্রবারের অধিবেশনে ডালহৌসি স্কোয়্যারের ঐতিহ্যবাহী ভবনের সামনে থেকে হকার সরানোর প্রসঙ্গ ওঠে। গ্রেড-১ হেরিটেজ তালিকাভুক্ত ভবনের সামনে হকার বসা বেআইনি বলে স্পষ্ট জানিয়ে দেন সংশ্লিষ্ট বিভাগের মেয়র পারিষদ (উদ্যান ) দেবাশিস কুমার।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ২০:৪৩
Debate over removal of hawkers from front of Kolkata\\\'s heritage sites to be discussed in monthly meeting, assurances from the KMC

হেরিটেজ তালিকাভুক্ত ভবনের সামনে হকার বসা নিয়ে আলেচনা পুরসভার মাসিক অধিবেশনে। —ফাইল চিত্র।

কলকাতা শহরের ঐতিহ্য রক্ষা করতে হকারদের উচ্ছেদ প্রসঙ্গ ফের সামনে এল পুরসভার মাসিক অধিবেশনে। শুক্রবারের অধিবেশনে ডালহৌসি স্কোয়্যারের ঐতিহ্যবাহী ভবনের সামনে থেকে হকার সরানো প্রসঙ্গে আলোচনায় করলেন শাসকদলের জনপ্রতিনিধিরাই।

Advertisement

ডালহৌসি স্কোয়্যারের গ্রেড-১ হেরিটেজ তালিকাভুক্ত ভবনের সামনে হকার বসা বেআইনি বলে স্পষ্ট জানিয়ে দেন সংশ্লিষ্ট বিভাগের মেয়র পারিষদ (উদ্যান ) দেবাশিস কুমার। তিনি বলেন, “আইন অনুযায়ী এই ধরনের ঐতিহাসিক ভবনের সামনে হকার বসতে পারবে না। তাই যাঁরা এত দিন সেখানে বেআইনি ভাবে ব্যবসা করছিলেন, তাঁদের সরিয়ে নিকটবর্তী জায়গায় স্থানান্তরিত করা হয়েছে।”

এই প্রসঙ্গে প্রশ্ন তোলেন ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক। তিনি জানান, ওই এলাকায় অন্তত চার জন হকার এখনও পুনর্বাসন পাননি। তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর উত্তরে দেবাশিস বলেন, “যদি তাঁদের কাছে যথাযথ কাগজপত্র থাকে, তবে তাঁরা পুরসভার সঙ্গে যোগাযোগ করুক। তাঁদেরও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।”

ডালহৌসি স্কোয়্যার কেবল কলকাতার নয়, সমগ্র দেশের ঐতিহাসিক পরিচয়ের অন্যতম প্রতীক। তাই এর সৌন্দর্য ও মর্যাদা রক্ষায় হকার উচ্ছেদ জরুরি বলেই মনে করছে পুরসভা। তবে হকারদের দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা করায় তাঁদের জীবিকা এতে প্রভাবিত হচ্ছে। তাই দ্রুত পুনর্বাসনের দাবি তুলেছেন তাঁরা। শহরের ঐতিহ্য রক্ষায় পুরসভার এই পদক্ষেপকে অনেকেই সমর্থন করলেও, হকারদের সামাজিক নিরাপত্তা ও বিকল্প জীবিকা নিশ্চিত করা নিয়েই মূলত বিতর্ক ঘনীভূত হচ্ছে। এখন দেখার বিষয়, কত দ্রুত পুরসভা প্রতিশ্রুত পুনর্বাসনের ব্যবস্থা কার্যকর করে।

হকারদের বৈধতা দিতে পদক্ষেপ নিতে গিয়েও থমকে গিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা আবার ‘ভেন্ডিং সার্টিফিকেট’ বিতরণ প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ১৬ অগস্ট থেকে এই কার্ড বিতরণ প্রক্রিয়া শুরুর কথা ছিল। কিন্তু তা শুরু করা যায়নি। কেন তা শুরু করা গেল না, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে কলকাতা পুরসভার অন্দরে। পুরসভা সূত্রে খবর, শহরে শারদোৎসব শুরুর আগেই হকারদের শংসাপত্র দেওয়ার কাজ শুরু করতে চেয়েছিলেন পুর আধিকারিকেরা। সেইমতো, নিউ মার্কেট, হাতিবাগান, গড়িয়াহাটের মতো বড় হকার হাবে ৮,৭২৭টি সার্টিফিকেট দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু টাউন ভেন্ডিং কমিটির একাংশের আপত্তির কথা জানিয়ে ‘ভেন্ডিং সার্টিফিকেট’ বিতরণ প্রক্রিয়া আটকে দেওয়া হয়।

Advertisement
আরও পড়ুন