Fake Passport Case

আয়কর রিটার্নে নাম, প্যান নম্বর বদলে ভুয়ো পাসপোর্ট তৈরি! নদিয়ার ইন্দুভূষণ-সহ ছ’জনের বিরুদ্ধে চার্জশিট ইডির

ভুয়ো পাসপোর্ট মামলায় প্রথমে আজ়াদ মল্লিক নামের এক জনকে গ্রেফতার করেছিল ইডি। তাঁর সূত্র ধরে পরে গ্রেফতার করা হয় নদিয়ার চাকদহের বাসিন্দা ইন্দুভূষণ হালদারকে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১২:৪৭
ভুয়ো পাসপোর্ট-কাণ্ডে অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে ইডি।

ভুয়ো পাসপোর্ট-কাণ্ডে অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে ইডি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আয়কর রিটার্নের নথিতে কেবল নাম এবং প্যান নম্বর বদলে দিতেন। তার মাধ্যমেই তৈরি করে ফেলতেন একের পর এক ভুয়ো পাসপোর্ট। এই মামলায় কলকাতার বিচারভবনে বৃহস্পতিবার অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাতে নদিয়ার চাকদহের বাসিন্দা ইন্দুভূষণ হালদার-সহ মোট ছ’জনের নাম আছে।

Advertisement

ভুয়ো পাসপোর্ট মামলায় প্রথমে আজ়াদ মল্লিক নামের এক জনকে গ্রেফতার করেছিল ইডি। তদন্তকারীদের দাবি, তিনি পাকিস্তানের নাগরিক। বাংলাদেশ হয়ে ভুয়ো পাসপোর্ট তৈরি করে ভারতে ঢুকেছেন। এমনকি, তাঁর কাছে পাকিস্তানি ড্রাইভিং লাইসেন্সও আছে বলে দাবি করে কেন্দ্রীয় সংস্থা। আজ়াদের সূত্র ধরেই চাকদহে হানা দেওয়া হয় এবং ধরা পড়েন ইন্দুভূষণ। অতিরিক্ত চার্জশিটে তিনি ছাড়া বাকি যাঁদের নাম রয়েছে, তাঁরা ইন্দুভূষণেরই সহযোগী বলে জানিয়েছে ইডি।

ভুয়ো পাসপোর্ট মামলায় আজ়াদের নামে মূল চার্জশিট আগেই জমা দেওয়া হয়েছিল। ইডির দাবি, পাসপোর্ট তৈরি করার জন্য আয়কর রিটার্নের নথিকে হাতিয়ার করতেন ইন্দুভূষণেরা। ওই নথিতে শুধু নাম এবং প্যান নম্বর পাল্টে পাসপোর্টের জন্য আবেদন করতেন। এমন ৩০০টি ভুয়ো পাসপোর্ট তৈরির কাজ তাঁরা করেছিলেন বলে অভিযোগ।

গত ১৪ অক্টোবর নদিয়া থেকে ইন্দুভূষণকে গ্রেফতার করা হয়। দাবি, ২০১৬ সাল থেকে পাসপোর্ট তৈরির কারবারের সঙ্গে যুক্ত তিনি। আজ়াদের জন্যেও তিনি পাসপোর্ট তৈরি করে দিয়েছিলেন।

গত বছরের শেষে ভুয়ো নথি দাখিল করে পাসপোর্ট তৈরির বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। আঞ্চলিক পাসপোর্ট অফিসের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তে নেমে প্রাথমিক ভাবে পাসপোর্ট তৈরির একটি চক্রের কথা জানতে পারে কলকাতা পুলিশ। গ্রেফতার হন ১০ জন। এর পরেই জানা যায়, রাজ্য জুড়ে এই চক্রের উপস্থিতি রয়েছে। পরে এই মামলার তদন্তভার হাতে নেয় ইডি।

Advertisement
আরও পড়ুন