ED Raid In Kolkata

সাতসকালে ইডির হানা শহরে! মেডিক্যালে ভর্তি সংক্রান্ত অনিয়মের অভিযোগে একাধিক জায়গায় তল্লাশি

গত কয়েক বছর ধরেই এনআরআই কোটায় মেডিক্যালে ভর্তি সংক্রান্ত দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। কয়েক মাস আগে ওই মামলায় কলকাতার যাদবপুরের একটি বেসরকারি মেডিক‍্যাল কলেজ-সহ রাজ্যের প্রায় ১৮টি বেসরকারি মেডিক‍্যাল কলেজে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১০:২৭
ইডির তল্লাশি অভিযান।

ইডির তল্লাশি অভিযান। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

টাকার বিনিময়ে বেসরকারি মেডিক্যাল কলেজে এনআরআই কোটার আসন বিক্রির অভিযোগ! সেই মামলার তদন্তে নেমে সাতসকালে শহরের একাধিক জায়গায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল থেকে নিউ টাউন, বালিগঞ্জ-সহ কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা। মোট চার-পাঁচ জায়গায় অভিযান চলছে বলে ইডি সূত্রে খবর।

Advertisement

ইডি সূত্রে জানা গিয়েছে, অনাবাসী ভারতীয়দের বেসরকারি মেডিক্যাল কলেজে এনআরআই কোটায় সিট পাইয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা নেওয়া হত। সেই মামলাতেই তল্লাশি শুরু করেছে ইডি। মঙ্গলবার সকালে বালিগঞ্জের বসন্ত রায় রোডের একটি আবাসনে পৌঁছে যায় তদন্তকারীদের একটি দল। তল্লাশি চালানো হয় নিউটাউনের সিই ব্লকের আবাসনে সৌরভ সাহা নামে এক ব্যবসায়ীর বাড়িতেও। সেখানে একটি কোচিং সেন্টার চালানো হত বলে ইডি সূত্রে খবর। এ ছাড়া, অভিযান চলছে পার্ক সার্কাসের তারক দত্ত রোডেও।

গত কয়েক বছর ধরেই এনআরআই কোটায় মেডিক্যালে ভর্তি সংক্রান্ত দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। কয়েক মাস আগে ওই মামলায় কলকাতার যাদবপুরের একটি বেসরকারি মেডিক‍্যাল কলেজ-সহ রাজ্যের প্রায় ১৮টি বেসরকারি মেডিক‍্যাল কলেজে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেখান থেকে ভর্তি সংক্রান্ত নানা নথি ও কম্পিউটারের তথ্যও বাজেয়াপ্ত করা হয়েছিল বলে দাবি। তদন্তকারীদের দাবি, ওই সব নথি যাচাইয়েই ভর্তি সংক্রান্ত নানা বেআইনি তথ্য প্রকাশ্যে এসেছে। নথিতে কারচুপি করে এনআরআই কোটায় বেআইনি ভর্তির চক্রে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলেও ইডির তদন্তকারীদের সূত্রে দাবি। সেই মামলাতেই এ বার শহরে অভিযান চালাল ইডি।

Advertisement
আরও পড়ুন