কবি জয় গোস্বামীকে তলব নির্বাচন কমিশনের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় (এসআইআর) এ বার নির্বাচন কমিশন তলব করল কবি জয় গোস্বামীকে। মঙ্গলবার তাঁর পরিবার সূত্রে এমনটাই জানা গিয়েছে। সম্প্রতি কবির একটি অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। তাই শুনানিতে আদৌ তিনি উপস্থিত হতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন থাকছে। নতুন বছরের ২ জানুয়ারি তাঁকে তলব করা হয়েছে বলেই জানিয়েছেন কন্যা দেবত্রী গোস্বামী।
২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় এ বারের শুনানিতে জয়কে হাজিরা দিতে বলেছে নির্বাচন কমিশন। বর্তমানে টালিগঞ্জ বিধানসভার ভোটার জয়ের পরিবার। যদিও স্ত্রী কাবেরী ও কন্যা দেবত্রীর নাম খসড়া ভোটার তালিকায় প্রকাশিত হয়েছে। পরিবার সূত্রে জানা যাচ্ছে, ২০০২ সাল পর্যন্ত ভোটার তালিকায় নাম পর্যন্ত ছিল না কবির। এমনকি ভোট দিতেও যেতেন না তিনি। কিন্তু তার পর থেকে ধারাবাহিক ভাবে ভোট দিয়ে এসেছেন তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় তাঁকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে।
গত কয়েক বছরে তাঁর পর পর তিনটি অস্ত্রোপচার হয়েছে। যে কারণে অসুস্থ হয়ে বাড়িতেই রয়েছেন জয়। তাই ২ জানুয়ারির শুনানিতে হাজিরা দিতে পারবেন কি না, তা নিয়ে সন্দিহান পরিবারের সদস্যেরাই। তবে কন্যা দেবত্রী বলেন, “বাবার কাছে কিছু তথ্য ও নথি চাওয়া হয়েছে। কিন্তু তাঁর শরীরের যা অবস্থা, তাতে তিনি শুনানিতে যেতে পারবেন বলে মনে হয় না। শুনানির দিন বাবার নথি ও তথ্য নিয়ে আমি যাব। দেখা যাক কী হয়।”
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের এসআইআরের শুনানিপর্বে বয়স্ক ভোটারদের শুনানিতে অসুস্থ হয়ে পড়ার একাধিক অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে একটি বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, ৮৫ বছর বয়স উত্তীর্ণ কিংবা গুরুতর অসুস্থ ভোটারদের বাড়ি গিয়ে শুনানির কাজ করা হবে। জয়ের বয়স ৭৪ এবং গুরুতর অসুস্থ। তাই তাঁর ক্ষেত্রে কী অবস্থান নেয় কমিশন, সে দিকেই নজর থাকবে।