Fire at Lalbazar Building

লালবাজারের কাছে গুদামে আগুন! কালো ধোঁয়ায় ঢাকল চারদিক, ঘটনাস্থলে দমকলের ছ’টি ইঞ্জিন, আতঙ্কে স্থানীয়েরা

লালবাজারের অদূরে অগ্নিকাণ্ড! বৃহস্পতিবার সকালে আগুন লেগে গেল আরএন মুখার্জি রোডের একটি গাড়ির যন্ত্রাংশের গুদামে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ছ’টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১১:৪০
আগুন লেগেছে আরএন মুখার্জি রোডের একটি গাড়ির যন্ত্রাংশের গুদামে।

আগুন লেগেছে আরএন মুখার্জি রোডের একটি গাড়ির যন্ত্রাংশের গুদামে। ছবি: সংগৃহীত।

লালবাজারের অদূরে অগ্নিকাণ্ড! বৃহস্পতিবার সকালে আগুন লেগে গেল আরএন মুখার্জি রোডের একটি গাড়ির যন্ত্রাংশের গুদামে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ বিবাদী বাগ এবং ধর্মতলার সংযোগকারী আরএন মুখার্জি রোডের একটি গুদামে আগুন লেগে যায়। গুদামটি তিনতলা একটি বহুতলের একতলায় অবস্থিত। সকলে সেখান থেকেই হঠাৎ গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়েরা। দমকলে খবর দেওয়া হয়।

দমকল সূত্রে খবর, আগুন লেগেছে ২১, আরএন মুখার্জি রোডে, ঘটনাচক্রে যা লালবাজার থেকে মাত্র কয়েকশো মিটার দূরত্বে অবস্থিত। সকাল ১০টা ৪৪ মিনিট নাগাদ তাঁরা আগুন লাগার খবর পান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের পাঁচটি ইঞ্জিন। তত ক্ষণে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। পরে আরও একটি ইঞ্জিন পাঠানো হয়।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডটি ঘটেছে একটি গাড়ির যন্ত্রাংশের গুদামে। ধোঁয়ার কারণে ওই বহুতলের আশপাশে দৃশ্যমানতা বেশ কমে গিয়েছে। ফলে কাজে অসুবিধা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতেও দেরি হচ্ছে। আপাতত গুদামের জানলার কাচ ভেঙে ভিতর থেকে ধোঁয়া বার করার চেষ্টা করছেন দমকল আধিকারিকেরা। তবে গুদামের ভিতরে কেউ আটকে ছিলেন কি না, তা এখনও জানা যায়নি। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতেরও কোনও খবর মেলেনি।

Advertisement
আরও পড়ুন