ফের অগ্নিকাণ্ড কলকাতায়! —প্রতিনিধিত্বমূলক ছবি।
গত দু’সপ্তাহে কলকাতায় বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগে চিৎপুরের একটি ঝুপড়ি এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দু’টি ইঞ্জিন। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণেও আনা হয়েছে বলে দমকল সূত্রে খবর।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাত ১২টা ৪০ মিনিটে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার আগেই সতর্ক হয়ে যান তাঁরা। খবর পেয়েই ঘটনাস্থলে দমকল এসে আগুন নেবানোর কাজ শুরু করে। আগুন দ্রুত অন্যত্র ছড়িয়ে পড়তে পারত। কিন্তু দমকল এবং স্থানীয়দের তৎপরতায় তা রুখে দেওয়া সম্ভব হয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। আনন্দপুরের দু’টি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনার পর পরই চিৎপুরের এই ঘটনায় আতঙ্ক ছড়ায়।
পুলিশ সূত্রে খবর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়। কিন্তু আনন্দসাগর সাউ (৪৮) নামে এক ব্যক্তি অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর জখম হন। তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ওই ব্যক্তি কী ভাবে অগ্নিদগ্ধ হলেন, কী ভাবেই বা আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।
সম্প্রতি আনন্দপুরের নাজিরবাদে দু’টি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি দেহাংশ উদ্ধার হয়েছে। ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। নিখোঁজ এখনও ২৭। আনন্দপুরের আগে এ মাসেই বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে রাসায়নিকের একটি গুদামে আগুন লেগেছিল। তার আগে বিবি গাঙ্গুলি স্ট্রিটেও আগুন লাগে। তবে ওই দু’টি ঘটনায় কেউ মারা যাননি বা জখমও হননি।