Kolkata Fire Incident

কলকাতায় ফের অগ্নিকাণ্ড! নিউটাউনের বহুতলে বন্ধ অফিসের ভিতর আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

বৃহস্পতিবার ভোরে নিউটাউনের একটি বহুতলের উপরতলার কয়েকটি জানলা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। তার পরেই দমকলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়েছে দমকলের দু’টি ইঞ্জিন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ০৮:১১

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড! নিউটাউনের থাকদাঁড়ি এলাকায় একটি বহুতল ভবনের একাংশে আগুন লাগে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বহুতলের ওই অংশে একটি সংস্থার অফিস রয়েছে। সেখানেই আগুনের উৎসস্থল বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে দমকলের দু’টি ইঞ্জিন। কিন্তু বহুতলের উপরে যাওয়ার সিঁড়ি বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।

Advertisement

বৃহস্পতিবার ভোরে নিউটাউনের ওই বহুতলের উপরতলার কয়েকটি জানলা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। তার পরেই দমকলকে খবর দেওয়া হয়। দমকল ঘটনাস্থলে এলেও উপরের তলায় উঠতে পারছেন না দমকলকর্মীরা। স্থানীয় সূত্রে খবর, ওই বহুতলে বহু সংস্থার অফিস রয়েছে। তাই আগুন অন্যত্র ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে কী ভাবে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে এলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে দমকল সূত্রে খবর।

বুধবার সন্ধ্যায় আনন্দপুরের নোনাডাঙায় মাতঙ্গিনী কলোনি বস্তিতে আগুন লেগেছিল। অগ্নিকাণ্ডের জেরে বস্তির একাধিক ঘর পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় দমকলের যায় সাতটি ইঞ্জিন। এই ঘটনার পরের দিনই শহরের আর এক জায়গায় অগ্নিকাণ্ড ঘটল।

Advertisement
আরও পড়ুন