—প্রতীকী চিত্র।
সাইবার জালিয়াতদের খপ্পরে পড়ে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন, সাম্প্রতিক সময়ে এমন একাধিক ঘটনা সামনে এসেছে। ডিজিটাল গ্রেফতারির ভয় দেখিয়ে প্রতারণা করা হয়েছে অনেককে। তার পরেও নাগরিকদের একাংশ এই ফাঁদে পা দিচ্ছেন। বিধাননগরের একটি ঘটনায় আবারও সেই প্রবণতা দেখা গেল। এ ক্ষেত্রে এক ব্যক্তি খুইয়েছেন প্রায় ৩৫ লক্ষ টাকা।
পুলিশ সূত্রের খবর, গত মঙ্গলবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের করা অভিযোগে ওই ব্যক্তি জানিয়েছেন, সম্প্রতি ওয়টস্যাপে তাঁর সঙ্গে এক মহিলার পরিচয় হয়। ওই মহিলা মুম্বইয়ের একটি সংস্থার কর্মী পরিচয় দিয়ে অভিযাগকারীকে অনলাইনে বিনিয়োগ সংক্রান্ত কিছু পরামর্শ দেন। বলা হয়েছিল, বিনিয়োগ করলে মাসে দ্বিগুণ লাভ মিলবে। সেই কথায় বিশ্বাস করে ওই ব্যক্তি ৩৪ লক্ষ ৯০ হাজার টাকা বিনিয়োগ করেন।
পুলিশ জানিয়েছে, টাকা পাওয়ার পরেই প্রতারকেরা সমস্ত রকম যোগাযোগ বন্ধ করে দেয়। পুলিশ সূত্রের দাবি, সাইবার অপরাধের প্রকৃতি সম্পর্কে মানুষকে প্রতিনিয়ত সচেতন করা হচ্ছে। কোথাও বিনিয়োগ করার আগে বিস্তারিত ভাবে খোঁজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, ডিজিটাল গ্রেফতারির ভয় দেখানো হলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করতে। এত কিছু সত্ত্বেও এই ধরনের প্রতারণা ঘটেই চলেছে।