Higher Secondary Exam

উচ্চ মাধ্যমিকের বাকি এক মাস, মডেল প্রশ্ন না বেরোনোয় ক্ষোভ

গত বছর চতুর্থ সিমেস্টারের মডেল প্রশ্ন বেরিয়েছিল ঠিকই, কিন্তু এর পর পাঠ্যক্রমের প্রশ্নের ধরন অনেকটাই পাল্টেছে।

আর্যভট্ট খান
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১০:১৮
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টার শুরু হতে চলেছে। পড়ুয়া এবং অভিভাবকদের একাংশের অভিযোগ, নতুন পাঠ্যক্রমে চতুর্থ সিমেস্টারের মডেল প্রশ্ন এখনও বেরোল না। কবে মডেল প্রশ্ন বেরোবে, সেই দিকেই তাকিয়ে রয়েছে এ বারের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা।

তারা জানাচ্ছে, গত বছর চতুর্থ সিমেস্টারের মডেল প্রশ্ন বেরিয়েছিল ঠিকই, কিন্তু এর পর পাঠ্যক্রমের প্রশ্নের ধরন অনেকটাই পাল্টেছে। নম্বর বিভাজন, এমনকি, উত্তর কত শব্দে লিখতে হবে, সেটাও আগের মডেল প্রশ্নে বলা হয়নি। পরীক্ষার্থীদের মতে, চতুর্থ সিমেস্টার পুরোটা ব্যাখ্যামূলক প্রশ্ন লিখতে হবে। ব্যাখ্যামূলক প্রশ্নের নম্বর বিভাজন অনুযায়ী, উত্তর নির্দিষ্ট সংখ্যক শব্দের মধ্যে না লিখলে নম্বর কাটা যায়। তাই সেই মতো তারা বাড়িতে বা স্কুলে অনুশীলন করে। অথচ পরীক্ষা এগিয়ে এলেও সেই ভাবে তারা অনুশীলন করতে পারছে না। কয়েক জন পরীক্ষার্থী জানাচ্ছে, এমনিতেই এই চতুর্থ সিমেস্টার ১ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা। তারা সময়ের মধ্যে কতটা লিখতে পারবে, সেই চিন্তা আছেই। নতুন সিমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের সাবেক যে টেস্ট হত, সেটা হয়নি। তাই মডেল প্রশ্ন পাওয়াটা জরুরি ছিল।

যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘মডেল প্রশ্ন দিন দশেকের মধ্যেই প্রকাশিত হবে। প্রতিটি বিষয়ের আলাদা মডেল প্রশ্ন হবে। প্রতিটি বিষয়ে দু’টি করে মডেল প্রশ্ন থাকবে। সেই সঙ্গে প্রশ্ন ব্যাঙ্কও থাকবে। নামমাত্র দামে পরীক্ষার্থীরা এই মডেল প্রশ্ন কলেজ স্ট্রিটে তো পাবেনই, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রধান কার্যালয়ের বইয়ের বিপণী থেকেও পাবেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আঞ্চলিক অফিসেও এই মডেল প্রশ্ন পাওয়া যাবে।’’

এ ছাড়া, পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রতিটি বিষয়ের উপরে ভিডিয়ো আপলোড করা হচ্ছে বলে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। চিরঞ্জীব জানান, এখনও পর্যন্ত বিভিন্ন বিষয়ের ৪০০টিরও বেশি ভিডিয়ো আপলোড হয়েছে। বিশেষজ্ঞ শিক্ষকেরা পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতির কথা চিন্তা করেই এই ভিডিয়ো আপলোড করেছেন। শিক্ষকদের একাংশের মতে, নানা কারণে স্কুল ছুটি থাকে। বিএলও-র ডিউটিতে আটকে পড়ে বহু শিক্ষক স্কুলে আসতে পারছেন না। ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে প্রত্যেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে ট্যাব রয়েছে। তাই এই সব শিক্ষামূলক ভিডিয়ো দেখতেওতাদের অসুবিধা হওয়ার কথা নয়। অফলাইনে পড়াশোনার পাশাপাশি অনলাইনেও প্রস্তুতি নিতে পারবে পরীক্ষার্থীরা।

আরও পড়ুন