SSC recruitment Case Verdict

বিকাশ ভবনের পাঁচিল থেকে ঝাঁপ মহিলার! চাকরিহারাদের বিক্ষোভে আটকে ছিলেন দীর্ঘ ক্ষণ

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাশ ভবন ঘেরাও করা হয়েছে। কর্মীরা ভিতরে আটকে পড়েছেন। এখনও অবস্থান বিক্ষোভ চলছে। অভিযোগ, কাউকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ১৯:২১
বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে বিক্ষোভরত চাকরিহারারা।

বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে বিক্ষোভরত চাকরিহারারা। ছবি: পিটিআই।

বিকাশ ভবনে চাকরিহারাদের বিক্ষোভের মাঝে পাঁচিল থেকে ঝাঁপ দিলেন এক মহিলা। তিনি শিক্ষা দফতরেরই কর্মী। বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভ শুরু হলে তিনি সেখানে আটকে পড়েন। দীর্ঘ ক্ষণ আটক থাকার পর বাড়ি ফেরার অন্য উপায় না-দেখে তিনি পিছনের দিকের পাঁচিলে উঠে সেখান থেকে ঝাঁপ দেন বলে অভিযোগ। তার পর ওই মহিলা বাড়ি চলে গিয়েছেন। শিক্ষা দফতর সূত্রে খবর, মহিলার নাম টুম্পা মুখোপাধ্যায়। তিনি সুস্থ আছেন।

Advertisement

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের’ সদস্যেরা। সেইমতো নির্দিষ্ট সময়ের পর থেকে জমায়েত শুরু হয়। বিকাশ ভবনের শতাধিক কর্মী ভিতরে আটকে পড়েছেন। বিক্ষোভকারীরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে আশ্বাস না-দিলে তাঁরা অবস্থান থেকে নড়বেন না। কর্মীদেরও বাইরে বেরোতে দেওয়া হবে না। যদিও তাঁদের খাবার আটকানো হবে না বলে জানিয়েছেন তাঁরা।

চাকরিহারাদের বিক্ষোভে সকাল থেকে দফায় দফায় অশান্তি হয়েছে বিকাশ ভবনের সামনে। অভিযোগ, এক পর্যায়ে মূল ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীদের একাংশ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। পুলিশ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। তৃণমূল নেতা তথা বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করলে উত্তেজনা আরও বাড়ে। সব্যসাচীর গাড়ির সামনে অনেকে শুয়ে পড়েছিলেন। তাঁকে ধাক্কা মারা হয়েছে বলেও অভিযোগ। সব্যসাচী জানান, তিনি নিজের কাজে এসেছিলেন। কিন্তু বিকাশ ভবনে ঢুকতে তাঁকে বাধা দেওয়া হয়েছে। বিকেলে চাকরিহারারা সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান স্পষ্ট করেন। জানান, তাঁরা নতুন করে পরীক্ষায় বসতে রাজি নন। রাজ্য সরকারকে তা নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রী দেখা করে আশ্বাস না-দিলে তাঁরা অবস্থান তুলবেন না।

Advertisement
আরও পড়ুন