KMC Road

পুজোর আগেই আগামী সপ্তাহে প্রবল বর্ষণের পূর্বাভাসে চিন্তিত মেয়র, কলকাতা শহরের রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ

বুধবার কলকাতা পুরসভার পুর অধিবেশনে ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে-র প্রশ্নের জবাব দিতে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম আবহাওয়ার খামখেয়ালিপনা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১২
Mayor Firhad Hakim is worried about the possibility of rain again in the city before Durga Puja

ফিরহাদ হাকিম। —ফাইল চিত্র।

আর দিন দশেক পরেই শুরু হয়ে যাবে দেবীপক্ষ। তার আগে আগামী সপ্তাহে আবার প্রবল বর্ষণের পূর্বাভাস শহর কলকাতায়। সেই পূর্বাভাসে দুশ্চিন্তায় পড়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বুধবার কলকাতা পুরসভার পুর অধিবেশনে ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে-র প্রশ্নের জবাব দিতে গিয়ে মেয়র আবহাওয়ার খামখেয়ালিপনা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, "আমরা যতবার রাস্তা ঠিক করছি ততবারই প্রবল বৃষ্টির কারণে তা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আবারও শুনছি পুজোর আগেই আগামী সপ্তাহে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।" প্রবল বর্ষণের কারণে কলকাতা শহরের রাস্তার বেহাল দশা প্রসঙ্গে তিনি আরও বলেন, "শুধু কলকাতায় নয় দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে মেঘভাঙা বৃষ্টিতে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসছে। বিশ্বব্যাপী যে আবহাওয়া বদল হয়েছে, সেই কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।"

Advertisement

পুর অধিবেশনে উত্তর কলকাতায় বেআইনি পার্কিংয়ের সমস্যা নিয়ে প্রস্তাব পেশ করেন কাউন্সিলর বিশ্বরূপ। সেই প্রস্তাবকে সমর্থন করেন ২৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা। মেয়রকে উদ্দেশ্য করে বিজেপি কাউন্সিলর বলেন, ‘‘আমি কাউন্সিলর বিশ্বরূপ দের প্রস্তাবকে সম্পূর্ণ সমর্থন করি। বেআইনি পার্কিং নিয়ে আমি মেয়রকে বহুবার চিঠি দিয়েছি। কিন্তু ফল কিছুই হয়নি। বেআইনি পার্কিং যে ভাবে দিন দিন বাড়ছে তাতে অ্যাম্বুল্যান্স, দমকলের গাড়ি যেতে আসতেও সমস্যা তৈরি হচ্ছে। তাই আমি বলব এইসব বিষয় মেয়র হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করুন।’’ মেয়র বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

পাশাপাশি ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ প্রস্তাবে বলেন, ‘‘কলকাতা পুরসভা বাংলায় সাইনবোর্ড লেখা নিয়ে যে নির্দেশিকা জারি করেছে, আমি তাকে সমর্থন করে প্রস্তাব রাখতে চাই। নির্দেশিকায় বলা হয়েছে বাংলা অক্ষর সাইনবোর্ডের উপরের অংশে লিখতে হবে, কিন্তু সেখানে ‘প্রমিনেন্ট সাইজ’ শব্দবন্ধটির কোনও ব্যাখ্যা নেই। আমি কলকাতা পুরসভা কর্তৃপক্ষকে অনুরোধ করব সার্কুলারের মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট মাপের ঘোষণা করতে।’’

Advertisement
আরও পড়ুন