Kolkata Metro Service Dispute

ফের বিভ্রাট, সাময়িক ব্যাহত পরিষেবা! ব্যস্ত সময়ে মেট্রো চলছিল গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত

নোয়াপাড়া এবং দমদমের মধ্যে তৃতীয় লাইনে বিদ্যুৎ বিভ্রাটের কারণে পরিষেবা বন্ধ হয়। বেশ কিছু ক্ষণ আপ এবং ডাউন লাইনে পরিষেবা চলছিল গিরিশ পার্ক এবং শহিদ ক্ষুদিরামের মধ্যে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৭:৪৫
Metro service temporary dispute in blue line of Kolkata Metro

কলকাতা মেট্রো। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবার ব্যস্ত সময়ে ব্যাহত হয় দক্ষিণণেশ্বর এবং শহিদ ক্ষুদিরামের মধ্যেকার (ব্লু লাইন) মেট্রো পরিষেবা। নোয়াপাড়া এবং দমদমের মধ্যে তৃতীয় লাইনে বিদ্যুৎ বিভ্রাটের কারণে পরিষেবা বন্ধ হয়। বেশ কিছু ক্ষণ আপ এবং ডাউন লাইনে পরিষেবা চলছিল গিরিশ পার্ক এবং শহিদ ক্ষুদিরামের মধ্যে।

Advertisement

জানা গিয়েছে, সোমবার বিকেলে কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবা ব্যাহত হয়। বিভিন্ন স্টেশনে ঘোষণা করা হয়, আপ, ডাউন— দুই লাইনে আপাতত গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। কেন পরিষেবা বন্ধ, সে ব্যাপারে কিছু ঘোষণা করা হয়নি। তাতেই বিপাকে পড়েন অনেক অফিসফেরত যাত্রীরা।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, নোয়াপাড়া এবং দমদমের মধ্যে তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগে সমস্যা দেখা দেয়। সমস্যা প্রথম ধরা পড়ে বিকেল ৫টা ২০ মিনিটে। মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হয়, ‘‘আমাদের ইঞ্জিনিয়ারেরা খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছোন। সমস্যা সমাধানের চেষ্টা করেন।’’ দ্রুত পরিষেবা স্বাভাবিক করা হয়েছে বলে জানান মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর দাবি, বিকেল ৫টা ২০ মিনিট থেকে ৫টা ২৯ মিনিট পর্যন্ত পরিষেবা বন্ধ ছিল। তবে যাত্রীদের দাবি, অনেক ক্ষণ ব্লু লাইনে মেট্রো পরিষেবা অনিয়মিত ছিল।

প্ল্যাটফর্মের পিলারে ফাটল ধরা পড়ায় নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তার ফলে এমনিতেই অসুবিধার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। প্রাথমিক ভাবে অনুমান ছিল, বছরখানেক লেগে যেতে পারে প্ল্যাটফর্ম সম্পূর্ণ মেরামত হতে। কিন্তু পরে বিবৃতি দিয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দিলেন, প্ল্যাটফর্ম সম্পূর্ণ মেরামতের জন্য ন’মাসের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যেই আবার কবি সুভাষ পর্যন্ত যাত্রী পরিষেবা চালু হয়ে যাবে বলে জানিয়েছে মেট্রো। কবি সুভাষ প্ল্যাটফর্ম আপাতত বন্ধ হয়ে যাওয়ায় এখন উত্তর-দক্ষিণ মেট্রো শাখার দক্ষিণের প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম। তবে মাঝেমধ্যেই নানা কারণে পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা।

শুধু তা-ই নয়, যাত্রীদের একাংশের অভিযোগ, বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেই উত্তর-দক্ষিণ মেট্রোর যাত্রীদের ভোগান্তি শুরু হচ্ছে। প্রায় প্রতি দিনই একই ছবি। দক্ষিণেশ্বর থেকে ছেড়ে আসা মেট্রো কোনও ঘোষণা ছাড়াই পাঁচ থেকে সাত মিনিট দাঁড়িয়ে থাকছে হয় শ্যামবাজার অথবা গিরিশ পার্কে। এর পরে সেই মেট্রো ফের কালীঘাটে পৌঁছে থমকে যাচ্ছে। সেখানে কয়েক মিনিট কাটিয়ে রবীন্দ্র সরোবর কিংবা মহানায়ক উত্তমকুমার স্টেশনে পৌঁছে আবার একই দুর্ভোগ।

Advertisement
আরও পড়ুন