Kolkata Metro

নেতাজি স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ! ব্লু লাইনে ব্যাহত পরিষেবা, দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত ঘণ্টাখানেক ভাঙাপথে যাতায়াত

নেতাজি স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যাত্রী। এর জেরে বৃহস্পতিবার দুপুরে কলকাতা মেট্রোর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) আবার থমকে যায় পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত ভাঙাপথে মেট্রো চালানো হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৫:৪৭

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবার আত্মহত্যার চেষ্টা মেট্রোয়। নেতাজি স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যাত্রী। এর জেরে বৃহস্পতিবার দুপুরে কলকাতা মেট্রোর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) আবার থমকে গেল পরিষেবা। ঘণ্টাখানেক দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত ভাঙাপথে মেট্রো চালানো হয়। পরে পরিষেবা স্বাভাবিক হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার বেলার দিকে নেতাজি স্টেশনে ঘটনাটি ঘটে। বেলা ৩টে ১০ মিনিট নাগাদ স্টেশনে আপ লাইনে দমদমগামী মেট্রো ঢুকছিল। তখনই আচমকা গাড়ির সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শুরু হয় উদ্ধারকাজ। এই ঘটনার জেরে আপ ও ডাউন— দুই লাইনেই ঘণ্টাখানেক পরিষেবা বন্ধ রাখা হয়। ময়দান ও দক্ষিণেশ্বরের মাঝে পরিষেবা মিলছিল। এ বিষয়ে মেট্রো রেলের মুখ‍্য জনসংযোগ আধিকারিক এসএস কন্নান বলেন, ‘‘একটু আগে একটি আত্মহত‍্যার চেষ্টা হয়েছে নেতাজি স্টেশনে। আপাতত ভাঙা পথে মেট্রো চলছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।’’ পরে ৪টে ৮ মিনিট নাগাদ সম্পূর্ণ পথে মেট্রো চলাচল শুরু হয়।

কলকাতা মেট্রোর ব্লু লাইনে অতীতে একাধিক বার আত্মহত্যার ঘটনা ঘটেছে। কেন বার বার এই লাইনেই আত্মহত্যার চেষ্টার মতো ঘটনা ঘটছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই প্রবণতা ঠেকাতে একাধিক পদক্ষেপ করেছেন মেট্রো কর্তৃপক্ষ। কালীঘাট স্টেশনে প্ল্যাটফর্মের প্রান্তে গার্ডরেল পর্যন্ত বসানো হয়েছে। কিন্তু এ সবে বিশেষ লাভ হয়নি। আবার সেই ব্লু লাইনেই আত্মহত্যার চেষ্টা করলেন এক যাত্রী।

Advertisement
আরও পড়ুন