Nabanna Control Room Number

দুর্যোগের উপর নজর রাখতে কন্ট্রোল রুম খুলল নবান্ন! সমস্যায় পড়লে যোগাযোগের জন্য দেওয়া হল টোল ফ্রি নম্বর

সকাল থেকে বৃষ্টির পরিমাণ কমলেও দুপুর পর্যন্ত জল নামেনি। অলিগলি তো বটেই, কলকাতার বড় বড় রাস্তাও জলের তলায়। কোথাও কোমর, আবার কোথাও হাঁটুসমান জল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২১
Nabanna opens control room to monitor situation in Kolkata, provide toll free number

জলমগ্ন কলকাতার রাস্তায় বেরিয়ে বিপাকে সাধারণ মানুষ। ছবি: পিটিআই।

প্রাকৃতিক দুর্যোগের কারণে কলকাতা বিপর্যস্ত। রাতভর নজিরবিহীন বৃষ্টির কারণে শহরের বিভিন্ন জায়গা জলমগ্ন। জনজীবন ব্যাহত। মঙ্গলবার সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন কলকাতার মানুষ। সে কথা কথা মাথায় রেখে নবান্নের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কোনও অসুবিধায় যোগাযোগ করা যাবে ওই নম্বরে। শুধু কলকাতা নয়, রাজ্যের যে কোনও প্রান্ত থেকে দুর্যোগের কারণে সমস্যায় পড়লে যোগাযোগ করা যাবে নবান্নের কন্ট্রোল রুমে।

Advertisement

নম্বরগুলি হল— (০৩৩) ২২১৪ ৩৫২৬, (০৩৩) ২২৫৩ ৫১৮৫। এ ছাড়াও টোল ফ্রি নম্বরও দেওয়া হয়েছে। সেগুলি হল— ৮৬৯৭৯৮১০৭০ ও ১০৭০। কলকাতার কোথায় কোথায় জল জমে রয়েছে, তা নিয়ে আগে থেকেই সতর্ক করে রেখেছে কলকাতা ট্রাফিক পুলিশ। জল জমার ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। কোনও কোনও রাস্তায় যান চলাচল পুরোপুরি স্তব্ধ, আবার কোথাও কোথাও ধীরে চলছে যানবাহন। অনেক গাড়ি, বাইক, বাস জলের মধ্যে আটকে পড়ছে, এমন ঘটনাও নজরে এসেছে। ইঞ্জিনে জল ঢুকে খারাপ হয়ে গিয়েছে, এমন গাড়ির সংখ্যাও কম নয়। সব সমস্যার জন্য যোগাযোগ করা যাবে নবান্নের কন্ট্রোল রুমের সঙ্গে।

দুর্যোগের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন মুখ‍্যসচিব মনোজ পন্থ। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই নবান্নের কন্ট্রোল রুমে যান তিনি। তাঁর সঙ্গে রয়েছেন কৃষি সচিব ওঙ্কার সিং মিনা ও বিপর্যয় মোকাবিলা সচিব রাজেশ সিনহা।

সকাল থেকে বৃষ্টির পরিমাণ কমলেও দুপুর পর্যন্ত জল নামেনি। অলিগলি তো বটেই, কলকাতার বড় বড় রাস্তাও জলের তলায়। কোথাও কোমর, আবার কোথাও হাঁটু সমান জল। সেই জল পেরিয়েই অনেকে অফিস যাচ্ছেন। আবার অনেকে প্রয়োজনে বার হয়েছেন। রাস্তায় বেরিয়ে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে মানুষকে।

শুধু তা-ই নয়, কলকাতার নিচু এলাকার অনেক বাড়িতে জল ঢুকে গিয়েছে। কোথাও কোথাও খাবার জলের অভাবও প্রকট। সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে তাই রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে নবান্নে।

Advertisement
আরও পড়ুন