Haridevpur Rape Case

হরিদেবপুর গণধর্ষণ কাণ্ড: পাঁচ দিনের মাথায় বর্ধমান স্টেশন থেকে অভিযুক্তকে ধরল পুলিশ

ঘটনার পর থেকে ফেরার ছিলেন দুই যুবক। এ বার তাঁদেরই একজন ধরা পড়লেন। আর একজনের খোঁজ চলছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৪
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণের পাঁচ দিনের মাথায় বর্ধমান থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে বর্ধমান স্টেশন থেকে ধরা পড়েছেন ঘটনায় অন্যতম অভিযুক্ত। আর এক অভিযুক্তেরও খোঁজ চলছে।

Advertisement

ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী, গত শুক্রবার তিনি তাঁর এক বন্ধুর সঙ্গে হরিদেবপুর থানার অন্তর্গত মালঞ্চ এলাকার এক বাড়িতে গিয়েছিলেন। সেখানে আর এক বন্ধুর জন্মদিনের পার্টি ছিল বলে জানতেন তিনি। তবে ওই বাড়িতে ঢুকে তরুণী দেখেন, ওই দুই ‘বন্ধু’ ছাড়া আর কেউ সেখানে নেই। কোনও পার্টিও হচ্ছে না। অভিযোগ, এর পর ফ্ল্যাটের ভিতরেই দুই বন্ধু মিলে তাঁকে ধর্ষণ করেন। শনিবার সকালে হরিদেবপুর থানায় দুই তরুণের নামে অভিযোগ দায়ের করেন তরুণী।

‘নির্যাতিতা’র অভিযোগ, তাঁকে জোর করে শুক্রবার ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও শুরুতে তিনি জানিয়েছিলেন, তিনি স্বেচ্ছায় বন্ধুদের সঙ্গে ওই ফ্ল্যাটে গিয়েছিলেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তবে ঘটনার পর থেকে ফেরার ছিলেন দুই যুবক। এ বার তাঁদেরই একজন ধরা পড়লেন। আর একজনের খোঁজ চলছে।

Advertisement
আরও পড়ুন