Accident in Maa Flyover

মা উড়ালপুলে ফের দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি এক, দীর্ঘ ক্ষণ পড়ে রইল বাইকচালকের দেহ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যান যুবক। তাঁর মাথায় হেলমেট ছিল না। বেশ কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে বাইকটি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১০:৫৪
মা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের।

মা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। —প্রতীকী চিত্র।

ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। বুধবার সকালে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাইক-আরোহী এক যুবকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যান যুবক। তাঁর মাথায় হেলমেট ছিল না। বেশ কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে বাইকটি। ওই সূত্রেই জানা গিয়েছে, রাস্তাতেই দীর্ঘ ক্ষণ পড়ে ছিল ওই যুবকের দেহ। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Advertisement

স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘ ক্ষণ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। পুলিশ সূত্রে যদিও দাবি, খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে যুবকের দেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন ওই যুবক। বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন তিনি। দুর্ঘটনার সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখছে পুলিশ। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

গত ডিসেম্বর মাসে মা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুই যুবকের। মার্চ মাসে ওই উড়ালপুলেই অ্যাপ বাইক দুর্ঘটনায় আহত হন দু’জন।

Advertisement
আরও পড়ুন