Fraud Case

মেডিক্যাল কলেজে ভর্তির বন্ড জালিয়াতি, ধৃত

পুলিশ জানিয়েছে, দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হতে বহরমপুরের বাসিন্দা হলফনামা করে ৪০ লক্ষ টাকার বন্ড জমা দেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১০:০৩

—প্রতীকী চিত্র।

দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সময়ে হলফনামা-সহ বন্ড দিয়েছিলেন এক পড়ুয়া। পরে দেখা যায়, সেই বন্ডটি জাল। এই ঘটনায় বুধবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতের নাম গৌতম রক্ষিত। গোয়েন্দারা জানিয়েছেন, ওই ছাত্র যে বন্ড এবং হলফনামা জমা দিয়েছিলেন, সেটি তৈরি করে দিয়েছিল গৌতম। ধৃতকে বৃহস্পতিবার আলিপুর আদালত ২৬ ডিসেম্বর পর্যন্ত সিআইডি-র হেফাজতে পাঠিয়েছে। গোয়েন্দারা জানিয়েছেন, গোটা ঘটনায় ওই ছাত্রের কোনও ভূমিকা ছিল না। তাঁকে বোকা বানিয়ে এই জালিয়াতি করে গৌতম।

পুলিশ জানিয়েছে, দুর্গাপুরের ওই বেসরকারি মেডিক্যালকলেজে ভর্তি হতে বহরমপুরের বাসিন্দা ওই ছাত্র হলফনামা করে ৪০ লক্ষ টাকার বন্ড জমা দেন। সেটি খতিয়ে দেখার পরে কর্তৃপক্ষ বুঝতে পারেন, আলিপুর আদালতের এক বিচারকের সই জাল করে বন্ডটি জমা দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে আলিপুর থানা ঘটনার তদন্ত করলেও পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিআইডি-র হাতে।

আরও পড়ুন