Trafficking

চলন্ত এক্সপ্রেস থেকে উদ্ধার বাংলাদেশি তরুণী, ধৃত পাচারকারী

মাসখানেক আগে তাঁরা সূত্র মারফত খবর পেয়ে উত্তর ২৪ পরগনার আমডাঙা থেকে ২০ বছরের এক বাংলাদেশি তরুণীকে উদ্ধার করেন। গ্রেফতার করা হয় জাকির হোসেন নামে এক পাচারকারীকে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ০৯:১০

—প্রতীকী চিত্র।

এ বার চলন্ত ট্রেন থেকে এক বাংলাদেশি তরুণীকে উদ্ধার করল সিআইডি। বুধবার রাতের ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক নারী পাচারকারীকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম জাহাঙ্গির বিশ্বাস। বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটার পাঁচপোতায়। এই নিয়ে গত এক মাসে এ রাজ্য থেকে চার বাংলাদেশি তরুণীকে উদ্ধার করল সিআইডি। এরআগে এমন ঘটনায় তিন জন নারী পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ধৃত জাহাঙ্গিরকে বারাসত আদালতে তোলা হলে তার পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। উদ্ধার হওয়া তরুণীকে সরকারি হোমে পাঠানো হয়েছে।

গোয়েন্দারা জানান, মাসখানেক আগে তাঁরা সূত্র মারফত খবর পেয়ে উত্তর ২৪ পরগনার আমডাঙা থেকে ২০ বছরের এক বাংলাদেশি তরুণীকে উদ্ধার করেন। গ্রেফতার করা হয় জাকির হোসেন নামে এক পাচারকারীকে। ধৃতকে জেরা করে গোয়েন্দারা জানতে পারেন, তার সঙ্গী জাহাঙ্গিরও ওই নারী পাচারের সঙ্গে যুক্ত। যাদের কাজ হল, বাংলাদেশের তরুণীদের কাজ দেওয়ার নাম করে এ দেশে নিয়ে এসে দেহ ব্যবসার জন্য মুম্বই বা পুণেতে পৌঁছে দেওয়া। এক তদন্তকারী জানান, জাহাঙ্গিরের খোঁজ করতে গিয়ে জানা যায়, বুধবারবিকেলে সে শালিমার থেকে মুম্বই যাওয়ার জন্য জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে চেপেছে। তার সঙ্গেরয়েছেন এক বাংলাদেশি তরুণী। ওই তথ্য হাতে আসার পরেই সিআইডি-র স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং অ্যান্টি-হিউম্যানট্র্যাফিকিং ইউনিটের যৌথ দল ওই ট্রেনে তল্লাশি শুরু করে। তাতেই জানা যায়, ভুয়ো পরিচয়পত্র বানিয়ে এবং ওই তরুণীর নাম ভাঁড়িয়েতাঁকে নিয়ে জাহাঙ্গির বাতানুকূল কোচের বি১ কোচে সফর করছে।

সিআইডি সূত্রের খবর, এর পরেই জাহাঙ্গির এবং ওই তরুণীকে শনাক্ত করতে ওই কোচের টিকিট পরীক্ষকের সাহায্য নেয়গোয়েন্দা দল। দু’জনের পরিচয় নির্দিষ্ট হতেই খড়্গপুর পৌঁছনোর আগে ওই রাতেই বি১ কোচে নির্দিষ্ট সিটে হানা দেন গোয়েন্দারা। সেখান থেকে গ্রেফতার করা হয় জাহাঙ্গিরকে। উদ্ধার হন ওই তরুণী। পুলিশজানিয়েছে, ওই তরুণীর বাড়ি বাংলাদেশের যশোরে। মঙ্গলবার বিকেলে নারী পাচার চক্রের এক সদস্যের (ধৃত জাহাঙ্গিরের সঙ্গী) মাধ্যমে উত্তর ২৪ পরগনার বাগদার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে এ দেশে ঢুকেছেন ওই তরুণী। তাঁকে মুম্বইয়ে নিয়ে যাওয়ার কথা ছিল পাচারকারীদের।

উল্লেখ্য, মঙ্গলবারই হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সের সামনে থেকে এক বাংলাদেশি তরুণীকে উদ্ধার করে এক পাচারকারীকে গ্রেফতার করেছিল সিআইডি। গত সোমবার বিমানবন্দর থেকে এক তরুণীকে উদ্ধার করেনগোয়েন্দারা। ওই ঘটনায় অবশ্য কাউকে গ্রেফতার করতে পারেনি তদন্তকারীরা। এক গোয়েন্দা জানান, বাংলাদেশে নতুন করে অশান্তি শুরু হওয়ার পরেই সেখান থেকেএ দেশে চোরাপথে তরুণীদের নিয়ে এসে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা করছে পাচারকারীরা। জাহাঙ্গির-সহ ধৃত তিন জনকে জেরা করে জানা গিয়েছে, তারা আন্তর্জাতিক নারী পাচার চক্রের সদস্য।যাদের কাজই হল বাংলাদেশ থেকে তরুণীদের নিয়ে এসে বিভিন্ন হাত ঘুরে মুম্বই বা পুণেতে পৌঁছে দেওয়া। ওই চক্রের বাকি সদস্যদের খোঁজশুরু হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা।

আরও পড়ুন