—প্রতীকী চিত্র।
কলকাতা নগর দায়রা আদালতের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টে বৃহস্পতিবার স্টিফেন কোর্টে অগ্নিকাণ্ডমামলার চার্জ গঠন সংক্রান্ত শুনানি হল। ২০১০ সালের ২৩ মার্চস্টিফেন কোর্টে বিধ্বংসী আগুনলাগে। প্রাণ বাঁচাতে অনেকে ওই বহুতল থেকে ঝাঁপ দেন। পুড়ে এবং উপর থেকে লাফ দিয়ে মারা গিয়েছিলেন ৪৩ জন। এইমামলায় ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। বর্তমানে তাঁরা প্রত্যেকেই জামিনে আছেন।
চার্জ গঠনের বদলে ছয় অভিযুক্তকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানিয়েছিলেন তাঁদের আইনজীবী অমিত ভট্টাচার্য। এ দিন ছিল সেই সংক্রান্ত শুনানি। আদালতে অমিত বলেন, ‘‘ছয় অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনেরমতো যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তাই তাঁদের খালাসকরার আবেদন জানানো হচ্ছে।’’
আদালত সূত্রের খবর, এদিন ছয় অভিযুক্তের মধ্যে দু’জন হাজির ছিলেন। বিচারক শ্রুতিরূপা ঘোষ (মাঝি) এই মামলায়পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ২১ জানুয়ারি।
মামলার সরকারি আইনজীবী গণেশ মাইতি আদালতেরবাইরে এসে সংবাদমাধ্যমকে জানান, যদিও এর আগেওআদালতে জানানো হয়েছে, অভিযুক্তওই ছ’জনের বিরুদ্ধে চার্জগঠনের মতো যথেষ্ট প্রমাণরয়েছে। তাঁর কথায়, ‘‘আবারওসে কথা বলে দ্রুত চার্জ গঠনের আবেদন জানাব।’’