Pollution

মাপা যাবে সব ধরনের গাড়ির দূষণ, ৩০টি নতুন যন্ত্র কিনছে পুলিশ

বর্তমানে কলকাতা ট্র্যাফিক পুলিশের হাতে গাড়ির দূষণ পরীক্ষার যে যন্ত্র রয়েছে, তা দিয়ে ডিজ়েল গাড়ির দূষণ পরিমাপ করা গেলেও পেট্রল বা গ্যাস-চালিত গাড়ির দূষণ মাপা যায় না। এমনকি, ভারত স্টেজ-৬ পর্যায়ের গাড়ির দূষণও মাপা যায় না।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ০৯:২৮
তিনটি করে দল শহরের রাস্তায় গাড়ির ধোঁয়া পরীক্ষা করে ব্যবস্থা নেয়।

তিনটি করে দল শহরের রাস্তায় গাড়ির ধোঁয়া পরীক্ষা করে ব্যবস্থা নেয়। —প্রতীকী চিত্র।

শুধুই ডিজ়েল-চালিত গাড়ি নয়, এ বার থেকে কলকাতা ট্র্যাফিক পুলিশ পেট্রল, এলপিজি এবং সিএনজি-চালিত গাড়ির দূষণও পরীক্ষা করতে পারবে। এবং সেই মতো ব্যবস্থাও নিতে পারবে। লালবাজার জানিয়েছে, এই উদ্দেশ্যে কেনা হচ্ছে গাড়ির দূষণ পরীক্ষার ৩০টি অত্যাধুনিক নতুন যন্ত্র (স্মোক মিটার)। খরচ হচ্ছে প্রায় এক কোটি টাকা। যা ইতিমধ্যেই মঞ্জুর হয়েছে। এর জন্য চলতি মাসেই দরপত্র ডাকার কথা। ট্র্যাফিক পুলিশের কর্তাদের আশা, পুজোর আগেই ওই সমস্ত যন্ত্র চলে আসবে।

বর্তমানে কলকাতা ট্র্যাফিক পুলিশের হাতে গাড়ির দূষণ পরীক্ষার যে যন্ত্র রয়েছে, তা দিয়ে ডিজ়েল গাড়ির দূষণ পরিমাপ করা গেলেও পেট্রল বা গ্যাস-চালিত গাড়ির দূষণ মাপা যায় না। এমনকি, ভারত স্টেজ-৬ পর্যায়ের গাড়ির দূষণও মাপা যায় না। বছর দুয়েক আগে নতুন ওই যন্ত্র কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য কলকাতা পুরসভার কাছে প্রস্তাব পাঠিয়েছিল কলকাতা পুলিশ। তাতে পুরসভা সম্মত হয়।

মনে করা হচ্ছে, নতুন যন্ত্র হাতে চলে এলে ২৬টি ট্র্যাফিক গার্ডের প্রতিটিকে একটি করে দেওয়া হবে। বাকিগুলি দেওয়া হতে পারে ট্র্যাফিক পুলিশের দূষণ-বিরোধী সেলকে। যাদের তিনটি করে দল শহরের রাস্তায় গাড়ির ধোঁয়া পরীক্ষা করে ব্যবস্থা নেয়।

আরও পড়ুন