—প্রতীকী চিত্র।
ঘরের আলমারির ভিতর থেকে নাবালিকা মেয়ের ঝুলন্ত উদ্ধার করলেন মা! সোমবার, কালীপুজোর দিন এ নিয়ে শোরগোল দক্ষিণ কলকাতার আলিপুর থানার বিদ্যাসাগর কলোনি এলাকায়। ইতিমধ্যে ছাত্রীর দেহের ময়নাতদন্ত হয়ে গিয়েছে। রিপোর্টের অপেক্ষায় কলকাতা পুলিশের তদন্তকারীরা।
মৃতার পরিবার সূত্রে খবর, রবিবার সন্ধ্যা থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীটি বাড়িতে একা ছিল। রাত সাড়ে ৮টা নাগাদ মেয়েটির মা বাড়িতে ফেরেন। কিন্তু মেয়েকে দেখতে পাননি তিনি। বাড়িতে ঢুকে মেয়েরে নাম ধরে ডাকাডাকি করেন। সাড়া মেলেনি। এ-ঘর ও-ঘর ঘুরে দেখার পর মায়ের কী মনে হল, তিনি বড় আলমারি খোলেন। তার পরেই আঁতকে ওঠেন। মহিলা দেখেন, বছর দশেকের মেয়ের ঝুলন্ত দেহ।
মহিলার চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়েরা ছুটে যান বাড়িতে। খবর যায় পুলিশে। রাতেই দেহ উদ্ধার করা হয়েছিল বলে জানা গিয়েছে। সোমবার ময়নাতদন্ত হয়ে গিয়েছে। কী ভাবে ছাত্রীর মৃত্যু হল, তা রিপোর্ট দেখে জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
কলকাতা পুলিশ সূত্রে খবর, ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। তাই আত্মহত্যা না খুন, সে নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, পড়াশোনা করছিল না বলে মেয়েকে বকেছিলেন মা। মায়ের উপর অভিমান থেকে কি আত্মহত্যা করতে পারে নাবালিকা? সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। অন্য দিকে, এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।