Kolkata Metro

রবীন্দ্রসদনে আত্মহত্যার চেষ্টা, লাইনে ঝাঁপ দিয়েও বেঁচে গেলেন যাত্রী! ভোগান্তি অন্যদের, আধ ঘণ্টা ভাঙা পথে চলল মেট্রো

ফের মেট্রোর সামনে ঝাঁপ! শনিবার রাতে রবীন্দ্রসদন স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যাত্রী। তবে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন বলে খবর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ২২:১০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ফের মেট্রোর সামনে ঝাঁপ! রবীন্দ্রসদন স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যাত্রী। এর জেরে শনিবার রাতে কলকাতা মেট্রোর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) থমকে গেল পরিষেবা। মাঝে বেশ কিছু ক্ষণ দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরামের মাঝে ভাঙা পথে মেট্রো চলে। ভোগান্তিতে পড়েন অফিসফেরত যাত্রীরা। অবশেষে রাত ১০টা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয় বলে খবর।

Advertisement

মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শনিবার রাত ৯টা ৩৪ মিনিট নাগাদ রবীন্দ্রসদন স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অন্য যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দিয়ে শুরু হয় উদ্ধারকাজ। ঝাঁপ দেওয়া যাত্রী প্রাণে বেঁচে গিয়েছেন বলে মেট্রো সূত্রে খবর। তবে এই ঘটনার জেরে আপ ও ডাউন— দুই লাইনেই পরিষেবা থমকে যায়। ময়দান ও টালিগঞ্জের মাঝে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। পরে মেট্রোর তরফে জানানো হয়েছে, রাত ৯টা ৫৯ মিনিট নাগাদ সম্পূর্ণ পথে পরিষেবা চালু হয়েছে।

কলকাতা মেট্রোর ব্লু লাইনে সাম্প্রতিক অতীতে বহু বার আত্মহত্যার ঘটনা ঘটেছে। মাত্র দিন চারেক আগেই মাস্টারদা সূর্য সেন স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। তার আগের সপ্তাহে নেতাজি ভবনে মেট্রোর সামনে ঝাঁপ দেন আর এক জন। কেন ব্লু লাইনে একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটছে, তা নিয়ে একাধিক বার প্রশ্ন উঠেছে। এ ধরনের ঘটনা রুখতে কালীঘাট স্টেশনে প্ল্যাটফর্মের প্রান্তে গার্ডরেল পর্যন্ত বসানো হয়েছে। কিন্তু তাতে যে বিশেষ লাভ হয়নি, আরও এক বার প্রমাণ করে দিল শনিবার রাতের ঘটনা।

Advertisement
আরও পড়ুন