Abuse

হোটেলে নিয়ে গিয়ে ‘যৌন হেনস্থা’, ধৃত যুবক

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বাড়ি হাওড়ার বাঁকড়ায়। সে পেশায় ট্যাটু শিল্পী। নদিয়ার বাসিন্দা তরুণী পেশায় মডেল। বিয়ের সম্বন্ধ সংক্রান্ত ওয়েবসাইটের সূত্রে মাসকয়েক আগে দু’জনের পরিচয় ঘটে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ০৬:৪৫
ধৃতের নাম শুপম মণ্ডল।

ধৃতের নাম শুপম মণ্ডল। —প্রতীকী চিত্র।

পাত্র-পাত্রীর বিজ্ঞাপন দেওয়ার ওয়েবসাইটের মাধ্যমে পরিচয় হয়েছিল। এর পরে দেখা করার অছিলায় তরুণীকে হোটেলে ডেকে এনে যৌন হেনস্থার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল জোড়াসাঁকো থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শুপম মণ্ডল। সোমবার রাতে হাওড়া থেকে তাকে ধরা হয়। ধৃতকে মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ২৪ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বাড়ি হাওড়ার বাঁকড়ায়। সে পেশায় ট্যাটু শিল্পী। নদিয়ার বাসিন্দা তরুণী পেশায় মডেল। বিয়ের সম্বন্ধ সংক্রান্ত ওয়েবসাইটের সূত্রে মাসকয়েক আগে দু’জনের পরিচয় ঘটে। এর পরে তাঁরা ফোনে কথা বলতে শুরু করেন। লিখিত অভিযোগে ওই তরুণী জানিয়েছেন, কয়েক দিন ধরে অভিযুক্ত যুবক তাঁকে দেখা করার জন্য চাপ দিচ্ছিল। অবশেষে এক দিন যুবকের কথা মতো ওই তরুণী শিয়ালদহে আসেন দেখা করতে। শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায় তাঁরা দেখা করেন। অভিযোগকারিণী পুলিশকে জানিয়েছেন, কথাবার্তা বলার ফাঁকে হঠাৎই তীব্র গরমের কথা বলে শুপম তাঁকে হোটেলে যাওয়ার প্রস্তাব দেয়। প্রাথমিক ভাবে সন্দেহ না হওয়ায় তিনি হোটেলে যেতে রাজি হয়ে যান।

এর পরে জোড়াসাঁকো থানা এলাকার একটি হোটেলে ঘর বুক করে তরুণীকে সেখানে নিয়ে যায় অভিযুক্ত। অভিযোগ, সেখানেই তরুণীকে ঘনিষ্ঠ হওয়ার জন্য জোরাজুরি করতে থাকে সে। তরুণী রাজি না হওয়ায় সে তাঁকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। এমনকি, বাধা দিলে তাঁকে ভয়ও দেখানো হয়। এর পরে কোনও মতে হোটেল থেকে বেরিয়ে তরুণী জোড়াসাঁকো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে সোমবার হাওড়া থেকে গ্রেফতার করা হয় শুপমকে।

আরও পড়ুন