Patties Seller Beaten

গীতাপাঠের দিন প্যাটিস বিক্রেতাদের মারধর: ধৃত তিন জনকে জামিন, নিগৃহীত রিয়াজুলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ থানায়

অভিযুক্ত পক্ষের আইনজীবীদের বক্তব‍্য, গত রবিবার ময়দানে গীতাপাঠের অনুষ্ঠান ছিল। সেখানে নিরামিষ প‍্যাটিস কিনতে চাওয়া হয়েছিল। কিন্তু প‍্যাটিস ভেঙে দেখা যায়, ভিতরে চিকেন রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৬
বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করানো হয়েছে তিন ধৃতকে।

বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করানো হয়েছে তিন ধৃতকে। — নিজস্ব চিত্র।

গীতাপাঠের দিন প্যাটিস বিক্রেতাদের মারধরের অভিযোগে ধৃত তিন জনকে বৃহস্পতিবার জামিন দিল কলকাতার ব্যাঙ্কশাল আদালত। এক হাজার টাকার বন্ডের বিনিময়ে সৌমিক গোলদার, স্বর্ণেন্দু চক্রবর্তী এবং তরুণ ভট্টাচার্যকে জামিন দেওয়া হয়েছে। অভিযুক্তদের জামিন চেয়ে তাঁদের আইনজীবীর সওয়াল, গীতাপাঠের অনুষ্ঠানে ‘ভেজ প্যাটিস’ ভেঙে তাতে ‘চিকেন’ পেয়েছিলেন ক্রেতারা। সরকারি আইনজীবীর সওয়াল, বিক্রেতাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। এ দিকে নিগৃহীত বিক্রেতা শেখ রিয়াজুলের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের লিখিত অভিযোগ করা হয়েছে ময়দান থানায়। ময়দানে গীতাপাঠের অনুষ্ঠানে আমিষ প‍্যাটিসকে নিরামিষ বলে চালানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে।

Advertisement

অভিযুক্ত পক্ষের আইনজীবীদের বক্তব‍্য, গত রবিবার ময়দানে গীতাপাঠের অনুষ্ঠান ছিল। সেখানে নিরামিষ প‍্যাটিস কিনতে চাওয়া হয়েছিল। কিন্তু প‍্যাটিস ভেঙে দেখা যায়, ভিতরে চিকেন রয়েছে। এই মামলায় একটি ছাড়া, বাকি সব ধারা জামিনযোগ‍্য বলে দাবি করেন তাঁরা। আইনজীবীদের আরও দাবি, ময়দানে একটি জমায়েত ছিল। অনেক মানুষের মধ্যে ছিলেন অভিযুক্তেরা। ⁠অভিযুক্ত সৌমিক গোলদার ক‍্যানসার আক্রান্ত এবং তাঁর একটি পা নেই। তিন জনকেই জামিন দেওয়া হোক বলে দাবি করেন তিনি।

⁠অন্য দিকে, সরকারি আইনজীবী অভিজিৎ চট্টোপাধ‍্যায়ের দাবি, অভিযুক্তের আইনজীবী নিজেদের মতো বলছেন। ময়দানে একটি অনুষ্ঠান ছিল। সেখানে ⁠হকারেরা ছিলেন। ⁠তাঁদের আটকে রাখা হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়। যেহেতু ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, তাই এটি জামিনঅযোগ‍্য। তিনি জামিনের বিরোধিতা করে অভিযুক্তদের পুলিশি হেফাজতের আবেদন জানান। যদিও শেষ পর্যন্ত সেই আবেদন খারিজ হয়েছে।

বিক্রেতাদের মারধরের অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় তিন জনকে। ধৃতদের নাম সৌমিক, স্বর্ণেন্দু এবং তরুণ। সৌমিকের বাড়ি উত্তর ২৪ পরগনার গোবরডাঙায়, স্বর্ণেন্দু থাকেন অশোকনগরে। তরুণ হুগলির উত্তরপাড়া এলাকার বাসিন্দা। গত রবিবার ব্রিগেডের ওই ঘটনায় বেশ কিছু ভিডিয়ো এবং ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, ওই ভিডিয়ো এবং ছবির ভিত্তিতেই অভিযুক্তদের চিহ্নিত করেছেন তদন্তকারীরা।

এই মামলায় পুলিশের খাতায় যাঁরা অভিযুক্ত, বিজেপি শুরু থেকেই তাঁদের পাশে থাকার বার্তা দিচ্ছে। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও ধৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, ‘‘গোলমালটা তো প্যাটিস বিক্রি করা নিয়ে নয়, গোলমালটা হচ্ছে নিরামিষ বলে চিকেন প্যাটিস বিক্রি করা নিয়ে। দুটোর মধ্যে তো পার্থক্য আছে। আমি চিকেন খাই। কিন্তু কেউ তো না-ও খেতে পারেন। তাঁকে তো আপনি মিথ্যা বলে চিকেন খাওয়াতে পারেন না। অপরাধ তো!’’ ধৃত তরুণের পাশে থাকার কথা জানিয়েছিলেন বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সদস্য পঙ্কজ রায়। তিনি বলেন, ‘‘তিনি বিজেপি কর্মী বলে নয়, এক জন সনাতনীর উপর অত্যাচার হলে পাশে দাঁড়াব। সেই মতো তরুণের পরিবারের পাশে রয়েছি।’’

গত রবিবার ব্রিগেডে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ওই কর্মসূচি চলাকালীনই ময়দান চত্বরে দু’জনকে চিকেন প্যাটিস বিক্রি করার জন্য মারধর করা হয় বলে অভিযোগ। এক প্যাটিস বিক্রেতাকে কান ধরে ওঠবস করানোরও অভিযোগ উঠেছে। পরে গত মঙ্গলবার মহম্মদ সালাউদ্দিন এবং শেখ রিয়াজুল নামে ওই দুই প্যাটিস বিক্রেতা ময়দান থানায় অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে জোড়া এফআইআর রুজু করে পুলিশ। এ বার ময়দান থানায় নিগৃহীত রিয়াজুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল।

Advertisement
আরও পড়ুন