Kasba Rape Incident

সিবিআইয়ে অনাস্থা, কসবায় পুলিশি তদন্তই চেয়ে বসলেন বিজেপির অগ্নিমিত্রা! কটাক্ষ তৃণমূলের, অস্বস্তিতে সুকান্তেরা

বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকার মন্তব্যের সঙ্গে রাজ্য বিজেপির শীর্ষনেতা সহমত নন। রাজ্য সভাপতি সুকান্ত এ বিষয়ে বিশদে মন্তব্য করতে রাজি হননি। তবে অগ্নিমিত্রার মন্তব্যটি যে ‘দলের মত’ নয়, সে কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১৭:৪৯
TMC ridicules opponent as BJP MLA Agnimitra Paul call CBI a ‘failure’ in RG Kar case

অগ্নিমিত্রা পাল। —ফাইল চিত্র।

কসবাকাণ্ড ঘিরে শুরু হওয়া রাজনৈতিক টানাপড়েনে তৃণমূলের ‘হাতিয়ার’ হল বিজেপি নেত্রীর মন্তব্য। আরজি কর-কাণ্ডের তদন্তে সিবিআই ‘সফল নয়’ বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদিকা তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। শুধু তা-ই নয়, সেই অনাস্থার কারণে কসবার ধর্ষণের ঘটনায় পুলিশি তদন্তই চাইলেন তিনি। রাজ্য বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠকে বসে অগ্নিমিত্রা এই মন্তব্য করেন। তাঁর বক্তব্যের ওই অংশ তুলে ধরে সমাজমাধ্যমে বিজেপিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে তৃণমূল। সাধারণ সম্পাদিকার বক্তব্যের সঙ্গে অবশ্য দূরত্ব তৈরি করেছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ওই মন্তব্য অগ্নিমিত্রার ব্যক্তিগত, দলের নয়।

Advertisement

মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্রকে সঙ্গে নিয়ে অগ্নিমিত্রা যে শনিবার সাংবাদিক বৈঠক করবেন, সে কথা শুক্রবার রাতেই বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল। কসবাকাণ্ড নিয়ে সুর চড়াতেই সম্ভবত দুই মহিলা মুখকে সামনে আনার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি। কিন্তু সাংবাদিক বৈঠকে আসানসোল দক্ষিণের বিধায়ক যে মন্তব্য করেছেন, তাতে তৃণমূল পাল্টা সুর চড়ানোর সুযোগ পেয়ে গেল। কসবাকাণ্ডের তদন্ত কোন সংস্থার হাতে থাকা উচিত, এ বিষয়ে অগ্নিমিত্রাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আরজি কর মামলায় সিবিআই সফল নয়, এটা আমি আপনার সঙ্গে সহমত।’’

অগ্নিমিত্রার এই মন্তব্যকেই শনিবার তৃণমূল হাতিয়ার করেছে। তৃণমূলের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) বিজেপি নেত্রীর বক্তব্যের ওই অংশ তুলে ধরা হয়েছে। একই সঙ্গে তুলে ধরা হয়েছে ওই সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রার বলা আরও কয়েকটি বাক্য— ‘‘আমরা সিবিআই চাই না, আমরা চাই তদন্ত এই পুলিশই করুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, যার মাইনে হয় আপনার-আমার করের টাকায়, আপনারা তদন্ত করবেন। সত্যিটা সামনে আসুক।’’ তৃণমূলের তরফে সমাজমাধ্যমে লেখা হয়েছে, ‘‘তিনি (অগ্নিমিত্রা) এখন মহিলাদের নিরাপত্তার নিশ্চয়তার বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের উপরে আস্থা রাখছেন।’’

বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকার এই মন্তব্যের সঙ্গে রাজ্য বিজেপির শীর্ষনেতা অবশ্য সহমত নন। রাজ্য সভাপতি সুকান্ত এ বিষয়ে বিশদে মন্তব্য করতে রাজি হননি। কিন্তু বলেছেন, ‘‘এটা আমাদের দলগত অবস্থান নয়। এটা ওঁর ব্যক্তিগত মত।’’

সাংবাদিক বৈঠকে মন্তব্যটি করার পরে অগ্নিমিত্রা নিজেও সম্ভবত বুঝেছিলেন যে, তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। তাই পরের বাক্যেই তিনি বলেন, ‘‘আমি ব্যক্তি অগ্নিমিত্রা বলছি যে, আমি সিবিআই চাইছি না। আমি কেন সব সময় সিবিআই চাইব? আমার মাইনের টাকায় পুলিশ রয়েছে। তারা কি শুধু তোলাবাজি করবে? আর তৃণমূলের সিন্ডিকেট চালাবে? আর কাটমানিগুলোকে কালীঘাটে আর শান্তিনিকেতনে পাঠাবে? সেটাই তাদের কাজ?’’ অগ্নিমিত্রার ব্যাখ্যা, তিনি বলতে চেয়েছেন, যার যা কাজ, সেটা তাকেই করতে হবে। সেই অর্থেই তিনি বলেছেন যে, পুলিশকেই তদন্ত করে সত্য সামনে আনতে হবে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

Advertisement
আরও পড়ুন