News Of The Day

বেসুরো আবহাওয়ায় নবমীর ঘোরাঘুরি কি ভেস্তে যাবে, ভারত-অস্ট্রেলিয়া ছোটদের টেস্টে বৈভবের ব্যাটিং, আর কী কী আছে

নবমীতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নবমী এবং দশমীতে শহরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ০৭:৪৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

ষষ্ঠী এবং সপ্তমীতে বৃষ্টি-অসুরের দেখা না মিললেও, রেহাই পায়নি অষ্টমী। বেলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতায়। রাতের দিকেও বৃষ্টি হয়েছে। নবমীতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নবমী এবং দশমীতে শহরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে, নবমীতে ঠাকুর দেখতে মণ্ডপে মণ্ডপে টহল দেবেন যাঁরা, সতর্ক থাকতে হবে তাঁদের।

তামিলনাড়ুতে পদপিষ্টকাণ্ডে অভিনেতা বিজয় ও এমকে স্ট্যালিন সরকারের টানাপড়েন তুঙ্গে। ইতিমধ্যেই বিজয়ের দলের এক নেতাকে গ্রেফতার করেছে সরকার। এই আবহে বিজয়কেও গ্রেফতার করা হতে পারে বলে জল্পনা। তা নিয়ে গতকাল বার্তা দিয়েছেন অভিনেতা। তিনি বলেছেন, ‘‘আপনার যদি প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা থাকে, যা ইচ্ছে আমার সঙ্গে করুন। কিন্তু আমার নেতাদের গায়ে হাত দেবেন না। আমি বাড়িতে বা অফিসে আছি।’’ ঘটনার জল কোন দিকে গড়ায় নজর থাকবে আমাদের।

এইচ-১বি ভিসার নিয়মে ফের আসতে চলেছে বদল। মার্কিন প্রশাসন জানিয়েছে, অদূর ভবিষ্যতে এইচ-১বি ভিসা দেওয়ার জন্য লটারির মাধ্যমে কর্মী বাছাইয়ের প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন করা হবে। এখন থেকে আর সহজে মার্কিন মুলুকে আসতে পারবেন না কম বেতনসম্পন্ন এবং কম দক্ষ প্রযুক্তি কর্মী ও তাঁদের পরিজনেরা। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে চালু হতে চলেছে নয়া নিয়ম। তার আগে চলতি মাসেই ‘প্রজেক্ট ফায়ারওয়াল’ নামে একটি উদ্যোগ চালু করছে মার্কিন শ্রম দফতর। এই উদ্যোগটি নিশ্চিত করবে যে নিয়োগকর্তারা কর্মী নিয়োগের সময় যোগ্য আমেরিকানদেরই অগ্রাধিকার দেবেন। পাশাপাশি, এইচ-১বি ভিসা প্রক্রিয়ার অপব্যবহার করলে জবাবদিহি করতে হবে নিয়োগকর্তাদের। উল্লেখ্য, আমেরিকায় কর্মরত বিদেশিদের মধ্যে বড়় অংশ ভারতীয়। ফলে নতুন এই পরিবর্তনে ভারতীয় কর্মীদের উপর কী প্রভাব পড়ে, নজর থাকবে সে দিকে।

এশিয়া কাপ ফাইনালে খেলা চলাকালীন যত না উত্তেজনা তৈরি হয়েছে, ম্যাচ শেষের নাটক তাকে কয়েক গুণ ছাপিয়ে গিয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারতীয় ক্রিকেট দল। ফলে চ্যাম্পিয়ন হয়েও সূর্যকুমার যাদবেরা ট্রফি পাননি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে ব্যাপক বিতর্ক হয়। এই বিতর্কের সব খবর।

আজ থেকে শুরু হয়ে যাচ্ছে মহিলাদের এক দিনের বিশ্বকাপ ক্রিকেট। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে লড়বে আটটি দল। প্রথম দিনই নামছে ভারত। হরমনপ্রীত কৌরের দলের সামনে আর এক আয়োজক দেশ শ্রীলঙ্কা। খেলা বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আজ থেকে শুরু হচ্ছে বৈভব সূর্যবংশীদের টেস্ট ক্রিকেট। ভারতের অনূর্ধ্ব ১৯ দল মুখোমুখি অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দলের। চার দিনের ম্যাচ। মোট দুই টেস্টের সিরিজ়। এর আগে তিনটি এক দিনের ম্যাচের সবকটিতেই জিতেছে বৈভবরা। টেস্টে কী হবে? খেলা শুরু ভোর ৫:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

ভারতীয় দল থেকে বাদ পড়াদের আজ থেকে নতুন পরীক্ষা। ইরানি কাপে অবশিষ্ট ভারতের হয়েi খেলবেন অভিমন্যু ঈশ্বরণ, আকাশদীপ, রজত পটীদার, রুতুরাজ গায়কোয়াড়। বিপক্ষে রঞ্জি চ্যাম্পিয়ন বিদর্ভ। খেলা শুরু সকাল ৯:৩০ থেকে।

Advertisement
আরও পড়ুন