Bengali upcoming films in 2025

একেন থেকে সোনাদা! ২০২৬ জুড়ে বাংলা সিনেমার মেলা, কী কী ছবি দেখবেন নতুন বছরে?

ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা ২০২৬-এ বছর জুড়ে একগুচ্ছ বাংলা ছবি উপহার পাবে দর্শক। কখন মুক্তি পেতে পারে কোন কোন ছবি?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১০:০০
২০২৬ জুড়ে কী কী ছবি দেখবেন?

২০২৬ জুড়ে কী কী ছবি দেখবেন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাঙালির ‘বারো মাসে তেরো পার্বণ’। সারা বছর ধরেই কোনও না কোনও অনুষ্ঠান চলতেই থাকে। আর প্রতি পার্বণের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে সিনেমা। পয়লা বৈশাখ থেকে দুর্গাপুজো-ভাইফোঁটা, ইদ, ক্রিসমাস— যে কোনও ছুতোয় নতুন ছবি দেখতে প্রেক্ষাগৃহে না গেলে কী যেন অসম্পূর্ণ রয়ে যায়! ২০২৬-এর শুরুতেই এক ঝলকে জেনে নেওয়া যাক, গোটা বছর জুড়ে কী কী ছবি দর্শকের মন ভরাবে।

Advertisement

নতুন বছরের শুরুই হচ্ছে একগুচ্ছ নানা স্বাদের কাহিনি দিয়ে। অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা সেন অভিনীত ‘নারীচরিত্র বেজায় জটিল’ ছবি দিয়ে শুরু হচ্ছে ২০২৬। প্রচার ঝলক দেখে আন্দাজ করা যায়, ছবির আদ্যোপান্ত কৌতুকে মোড়া। সেই সঙ্গে মূলধারার বাণিজ্যিক ছবির স্বাদও মিলবে। জানুয়ারিতেই মুক্তি পাওয়ার কথা কাকাবাবুর নতুন গল্প ‘বিজয়নগরের হিরে’। এ ছাড়াও রাজ চক্রবর্তী পরিচালিত ‘হোক কলরব’ , অরিন্দম শীলের ‘কর্পূর’ এবং অরিত্র মুখোপাধ্যায়ের ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিটি মুক্তি পাওয়ার কথা জানুয়ারিতেই।

বছরের শুরুতেই প্রযোজনা সংস্থাগুলো মোটামুটি ঠিক করে নেয় কোন সময় কোন ধরনের ছবি আনবে তারা। এখন স্ক্রিনিং কমিটি তৈরি হওয়ায় সেই পরিকল্পনা আরও জোরাল হয়েছে। একই সময় একটি প্রযোজনা সংস্থা একের অধিক ছবি আনতে পারবে না। যার ফলে ২০২৫-এর শেষ থেকেই অনেক হিসাব কষতে হয়েছে প্রযোজকদের। যে কারণে, ইচ্ছা থাকলেও সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিটি প্রযোজনার দায়িত্ব নিতে পারেনি ‘এসভিএফ’ এবং ‘ডিসিএম ফিল্মস এ্যান্ড এন্টারটেনমেন্ট’। তার পরিবর্তে এই ছবির প্রযোজক ‘নন্দী মুভিজ়’। সম্ভবত গরমের ছুটি বা তার কিছুটা আগে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ মুক্তি পেতে পারে। শোনা যাচ্ছে, সেই সময় এসভিএফও আনবে নতুন কাহিনি। তবে সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’ ছবিটিও মুক্তি পাবে এই বছরে। প্রযোজনা সংস্থার তরফে খবর, হয় পুজো, নয় শীতে মুক্তি পেতে পারে ছবিটি। ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, ২০২৬-এর গরমের ছুটিতে আসতে পারে সোনাদার নতুন গল্প। অর্থাৎ গুপ্তধনের সন্ধানের নতুন ফ্র্যাঞ্চাইজ়ি আসতে পারে বড়পর্দায়।

পয়লা বৈশাখের সময় থেকে গরমের ছুটির মধ্যে বড়পর্দায় বেশ কিছু ছবির হিড়িক থাকে। ওই সময় ‘উইন্ডোজ়’ প্রোডাকশনও ছবি আনার পরিকল্পনা করে। কিন্তু এই বছর তা আসবে কিনা এখনও চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। তবে ইন্ডাস্ট্রি সূত্রের খবর, ২০২৬ এবং ২০২৭-এর জন্য একগুচ্ছ ছবির নাম নথিভুক্ত করিয়েছে ‘উইন্ডোজ়’ প্রযোজনা সংস্থা। সেই তালিকায় রয়েছে ‘ফুলপিসি’, ‘প্রায়শ্চিত্ত’, ‘প্রাণ’, ‘পেটপাতলা’ এবং ‘বহুরূপী ২’। কোন ছবি কখন মুক্তি পাবে তা নাকি এখনও কিছু চূড়ান্ত হয়নি। অন্য দিকে, ‘সুরিন্দর ফিল্মস’-এর খাদান ২ কি ২০২৬-এ মুক্তি পাবে? তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও ছবির শুটিং এখনও শুরুই হয়নি।

তবে বেশ কিছু ছবির শুটিং যেমন ইতিমধ্যেই শেষ। আবার কিছু ছবি তৈরিও হয়ে আছে। পৃথা চক্রবর্তীর ‘ফেরা’ ছবিটির শুটিং শেষ। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সম্ভবত ২০২৬-এই মুক্তি পাবে এই ছবি। শোনা যাচ্ছে, চলতি বছরের অগস্টে অর্থা়ৎ স্বাধীনতা দিবসের সময় মুক্তি পেতে পারে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিটি। বিপ্লবী অনন্ত সিংহের জীবনভিত্তিক কাহিনির পরিচালনার দায়িত্বে পথিকৃৎ বসু।

প্রতি বছর অগস্টে নতুন ছবি আনেন দেবও। যদিও নায়ক এখনও নতুন কাজের ঘোষণা করেননি। শোনা যাচ্ছে, ছোটপর্দার নতুন নায়িকার সঙ্গে জুটিতে দেখা যেতে পারে অভিনেতাকে। ২০২৫-এ ঘোষণা হয়েছিল মহুয়া রায়চৌধুরীর জীবনভিত্তিক ছবির। এখনও ছবির শুটিংয়ের কথা জানা না গেলেও শোনা যায়, বছরের মাঝামাঝি সময় কিংবা দুর্গাপুজোর সময় বড়পর্দায় হয়তো দেখা যাবে এই ছবি।

ঘনিষ্ঠ সূত্র বলছে, ২০২৬-এর দুর্গাপুজোয় বড়পর্দায় ‘একেন’-এর নতুন গল্প নিয়ে আসার পরিকল্পনা করছে এসভিএফ। প্রতি বছরের মতো পুজোয় কি দেবও নতুন ছবি আনবে? সেই প্রশ্ন থেকেই যায়। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, এ বছর অরিন্দম শীল আবার দেব-জিৎকে নিয়ে নতুন ছবির কথা ভাবছেন। যদিও সবটাই আলোচনাস্তরে। পুজোয় ‘বহুরূপী ২’ মুক্তি পাওয়ার সম্ভাবনাও জোরাল। ‘খাদান ২’র শুটিং যদি ২০২৬-এই শুরু হয়, তা হলে কি আবার দেব-কোয়েল মল্লিকের জুটিও দেখা যাবে? সেই প্রশ্নও উঠছে। এ ছাড়াও অর্জুন দত্ত পরিচালিত ‘বিবি পায়রা’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২৬-এই। তবে কোনও ছবির মুক্তির দিন ক্ষণ এখনও ঠিক হয়নি। সব ঠিক থাকলে সারা বছর জুড়ে বাংলা ছবি মুক্তির তালিকা কিন্তু বেশ লম্বা।

Advertisement
আরও পড়ুন