News Of The Day

মহালয়া: কয়েকটি পুজোর উদ্বোধনে মমতা। ভারত বনাম পাকিস্তান। কী প্রভাব ট্রাম্পের নয়া সিদ্ধান্তের। আর কী

৯৫ পল্লি, যোধপুর পার্ক, বাবুবাগান এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পুজো বলে পরিচিত চেতলা অগ্রণীর মণ্ডপে যাবেন মুখ্যমন্ত্রী। চেতলায় দেবীপ্রতিমার চক্ষুদানও করার কথা রয়েছে তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

শনিবার থেকেই কলকাতার বিভিন্ন পুজোমণ্ডপের উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ মহালয়াতেও শহরের বেশ কয়েকটি পুজোমণ্ডপের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। আজ নাকতলা উদয়ন সংঘের পুজোমণ্ডপে যাবেন তিনি। গত কয়েক বছর ধরে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসই এই পুজোর দেখভাল করেন। এ ছাড়া ৯৫ পল্লি, যোধপুর পার্ক, বাবুবাগান এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পুজো বলে পরিচিত চেতলা অগ্রণীর মণ্ডপেও যাবেন মুখ্যমন্ত্রী। চেতলায় দেবীপ্রতিমার চক্ষুদানও করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি, আজ নজরুল মঞ্চে তৃণমূলের দলীয় মুখপত্রের উৎসব সংখ্যা প্রকাশের অনুষ্ঠানেও থাকবেন তিনি।

এশিয়া কাপে আজ আবার ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এই লড়াই মাঠের ভিতরে যতটা হয়েছে, মাঠের বাইরে তার থেকে অনেক বেশি হচ্ছে। বিতর্ক পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে। জল অনেক দূর গড়িয়েছে। পাকিস্তান প্রতিযোগিতা বয়কট করার কথা ভাবছিল। শেষ মুহূর্তে বিস্তর নাটকের পর বরফ গলেছে। সলমন আঘার দল খেলছে। কিন্তু গতকাল শনিবার পাকিস্তান সাংবাদিক বৈঠক বয়কট করেছে। এই আবহে আজ দুবাইয়ে হবে মহারণ। খেলা রাত ৮টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আজ আবার ব্যাট হাতে নামবে বৈভব সূর্যবংশী। ভারতের অনূর্ধ্ব ১৯ দল অস্ট্রেলিয়া সফরে গিয়েছে। তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের প্রথম ম্যাচ আজ। বৈভব ছাড়াও নজর থাকবে আয়ুষ মাত্রে, বিহাল মলহোত্রর দিকেও। প্রথম ম্যাচ সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। উত্তরবঙ্গে এখনও রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে নদিয়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে। এখনও পর্যন্ত আজ থেকে আর কোনও জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই।

দক্ষ, উচ্চ ক্ষমতাসম্পন্ন হলেও বিদেশি কোনও কর্মচারীকে আর নির্ঝঞ্ঝাটে নিয়োগ করতে পারবে না মার্কিন সংস্থাগুলি! এ বার থেকে এইচ-১বি ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির কাছ থেকে বছরে এক লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা) করে নেবে আমেরিকার সরকার। মূলত ভারত এবং চিন থেকেই সবচেয়ে বেশি কর্মী এই ভিসায় আমেরিকায় গিয়ে কাজ করেন। এ অবস্থায় ট্রাম্পের নয়া নীতির প্রভাব কী পড়ে, সে দিকে নজর থাকবে আজ।

Advertisement
আরও পড়ুন