Park Street Incident

পার্ক স্ট্রিটের হোটেলে হত্যা: চার দিন পর ভিন্‌রাজ্য থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

বুধবার ওড়িশা থেকে গ্রেফতার হয়েছেন দুই যুবক। ধৃতদের নাম শক্তিকান্ত বেহার এবং সন্তোষ বেহার। লালবাজারের গুণ্ডা দমন শাখার আধিকারিকদের হাতে ধরা পড়েছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১১:৩৮

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পার্ক স্ট্রিটের হোটেলে দেহ উদ্ধারের ঘটনার চার দিন পর ওড়িশা থেকে ধরা পড়লেন দুই অভিযুক্ত। টানা তল্লাশির পর বুধবার তাঁদের গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর। কেন তাঁরা কলকাতায় এসেছিলেন, কেনই বা ওই ব্যক্তিকে খুন করে পালালেন তাঁরা, আপাতত সে সব খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ওড়িশা থেকে গ্রেফতার হয়েছেন দুই যুবক। ধৃতদের নাম শক্তিকান্ত বেহার এবং সন্তোষ বেহার। লালবাজারের গুন্ডাদমন শাখার আধিকারিকদের হাতে ধরা পড়েছেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, আপাতত ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিকল্পনা মাফিক খুন করা হয়েছিল কি না, কত দিন ধরে তাঁরা একে অপরকে চিনতেন, খুনের নেপথ্যে কোন কারণ— সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, ওই হোটেলের ঘরের বিছানার চাদরটি পাওয়া যায়নি। চাদর পেঁচিয়ে খুন করা হয়েছিল কি না, তা-ও দেখা হচ্ছে। চাদরটি খুঁজে বার করার চেষ্টা চলছে। গত ২২ অক্টোবর পার্ক স্ট্রিটের রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলে ঘর ভাড়া নেন নিহত রাহুল লাল। সঙ্গে আরও এক জন যুবক ছিলেন। পরে ওই ঘরের বক্সখাটের ভিতর থেকেই রাহুলের পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। তবে ঘটনার পর চার দিন কেটে গেলেও রাহুলের সঙ্গীর খোঁজ মিলছিল না। তিনি ভিন্‌রাজ্যে পালিয়ে গিয়েছেন কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছিল। খোঁজ চালানো হচ্ছিল আশপাশের হোটেলেও। এ বার সেই ঘটনার তদন্তে নেমে দু’জনকে ধরল পুলিশ।

Advertisement
আরও পড়ুন