Durga Puja 2025

পুজো উদ্বোধনে বৃহস্পতিতে শহরে আসছেন শাহ, দু’দিনের সফরে কী কী কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর?

শাহের সফরসূচি জানাচ্ছে, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বিএসএফের বিশেষ বিমানে মুম্বই থেকে কলকাতার উদ্দেশে রওনা হবেন তিনি। রাত ১১ নাগাদ দমদম বিমানবন্দরে অবতরণ করবে তাঁর বিমান।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৯
Union Home Minister Amit Shah to inaugurate three Durga Pujas in Kolkata

অমিত শাহ। —ফাইল চিত্র।

দুর্গাপুজো়র উদ্বোধনে আগামী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’দিনের কলকাতা সফরে তিনি কোন কোন কর্মসূচিতে যোগ দিতে পারেন মঙ্গলবার রাজ্য বিজেপির তরফে তা জানানো হয়েছে।

Advertisement

শাহের সফরসূচি বলছে, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বিএসএফের বিশেষ বিমানে মুম্বই থেকে কলকাতার উদ্দেশে রওনা হবেন তিনি। রাত ১১ নাগাদ দমদম বিমানবন্দরে অবতরণের পর তাঁর রাত্রিবাসের ঠিকানা হবে রাজারহাট এলাকার একটি হোটেল। শুক্রবার সকাল ১১টা ২০ নাগাদ তিনি যাবেন দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউয়ে সেবক সংঘের পুজোর উদ্বোধনে। ঘটনাচক্রে, যে পুজোর অবস্থান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকানা কালীঘাটের অদূরেই।

সেবক সংঘের পুজোর উদ্বোধনের পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গন্তব্য, উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারের (লেবুতলা পার্ক) পুজো। যার উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। ২০২৩-এও এই পুজোর উদ্বোধনে এসেছিলেন তিনি। এ বার সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর থিম পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’। সেই মণ্ডপের উদ্বোধন করবেন শাহ। শুক্রবার দুপুর পৌনে ১টা নাগাদ রাজারহাটের ওই হোটেলে ফিরে যাবেন শাহ।

মধ্যাহ্নভোজ ও বিশ্রামের পরে বিকেল ৩টে ৫ মিনিটে ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’ আয়োজিত (বকলমে রাজ্য বিজেপির উদ্যোগে) বিধাননগরের ‘পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে’ (ইজ়েডসিসি) দুর্গাপুজোর উদ্বোধন করতে যাবেন তিনি। প্রসঙ্গত, গত বিধানসভা ভোটের আগে ২০২০ সালে ইজ়েডসিসি-তে প্রথম বার দুর্গাপুজোর আয়োজন করেছিল বিজেপি। পরের বছর বিধানসভা নির্বাচন থাকায় সে পুজোর আয়োজন সাড়ম্বরে হয়েছিল। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই পুজো উদ্বোধন করেছিলেন। ইজ়েডসিসি-র কর্মসূচি থেকে সরাসরি কলকাতা বিমানবন্দরে ফিরে বিএসএফের বিমানে সওয়ার হবেন শাহ।

Advertisement
আরও পড়ুন