Unnatural Death in Kolkata

নিম্নাঙ্গে কোনও পোশাক নেই! আমহার্স্ট স্ট্রিটে দরজা ভেঙে বৃদ্ধের দেহ উদ্ধার করল পুলিশ, কী ভাবে মৃত্যু? রহস্য

দোতলা বাড়িতে বৃদ্ধ একাই থাকতেন। শনিবার সকাল থেকে তাঁর কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। বৃদ্ধের ভাগ্নে জানান, তিনি ফোন ধরছিলেন না। দরজাও খুলছিলেন না। এর পরেই পুলিশকে খবর দেওয়া হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১১:১৫
কলকাতার বাড়ি থেকে বৃদ্ধের দেহ উদ্ধার।

কলকাতার বাড়ি থেকে বৃদ্ধের দেহ উদ্ধার। ছবি: এআই সহায়তায় প্রণীত।

কলকাতায় বৃদ্ধের রহস্যমৃত্যু। আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় বাড়ির দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। কী ভাবে ওই বৃদ্ধের মৃত্যু হল, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। কারণ, বৃদ্ধের নিম্নাঙ্গে কোনও পোশাক ছিল না। আঘাতের কোনও চিহ্নও দেহে পাওয়া যায়নি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধের নাম অমিতাভ দে (৬২)। চিন্তামণি দাস লেনের দোতলা বাড়িতে তিনি একাই থাকতেন। শনিবার সকাল থেকে বাড়িতে তাঁর কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। বৃদ্ধের ভাগ্নে দেবাশিস দাঁ পুলিশকে জানান, গত ৭ জানুয়ারি অমিতাভের সঙ্গে তাঁর শেষ বার কথা হয়েছিল। শনিবার সকাল থেকে একাধিক বার ফোন করলেও বৃদ্ধ ফোন তোলেননি। এমনকি, বাড়িতে গিয়ে বাইরে থেকে অনেক ডাকাডাকি করেছেন দেবাশিস। কিন্তু তাঁর মামা সাড়া দেননি। এর পরেই তিনি পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে আমহার্স্ট স্ট্রিট থানার আধিকারিক ঘটনাস্থলে যান এবং বাধ্য হয়ে দরজা ভাঙেন। দেখা যায়, একতলার বসার ঘরের মেঝেতে বৃদ্ধ পড়ে আছেন। তাঁর নিম্নাঙ্গে কোনও পোশাক নেই। দ্রুত তাঁকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে কোনও ষড়যন্ত্র বা ধস্তাধস্তির প্রমাণ পায়নি পুলিশ। বৃদ্ধের মৃত্যুতে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তার রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে ওই বাড়ি থেকে কোনও সুইসাইড নোটও মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন