Police Route March In Howrah

মুর্শিদাবাদের মতো হাওড়ার ‘স্পর্শকাতর’ এলাকাগুলিতে রুটমার্চ পুলিশের, নেমেছে র‌্যাফও

হাওড়ার বাঁকড়া অঙ্কুরহাটি শিবপুর এলাকাতেও রুটমার্চ হয়েছে। হাওড়া গ্রামীণ এলাকাতেও পুলিশের টহলদারি চলবে বলে প্রশাসন সূত্রে খবর।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৮:২৫
হাওড়ায় রুটমার্চ পুলিশের।

হাওড়ায় রুটমার্চ পুলিশের। —নিজস্ব চিত্র।

হাওড়ায় রামনবমী এবং হনুমান জয়ন্তীর মতো উৎসব নির্বিঘ্নে কেটেছে। তার পরেও সাবধান প্রশাসন। বিশেষত মুর্শিদাবাদ জেলার কিছু অংশে অশান্তির পর হাওড়ার ‘স্পর্শকাতর’ এলাকাগুলির উপর বিশেষ নজর রাখছে প্রশাসন। মঙ্গলবার নববর্ষের সকাল থেকে হাওড়ার বিভিন্ন জায়গায় দেখা গেল পুলিশের রুটমার্চ। কয়েক’টি জায়গায় নেমেছে র‌্যাফও।

Advertisement

প্রশাসন সূত্রে খবর, পুলিশের ‘কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স’কে নামানো হয়েছে হাওড়ার বিভিন্ন এলাকায়। মঙ্গলবার বিকেলে শিবপুর ট্রামডিপো থেকে সিআইএফ জওয়ানদের নিয়ে এলাকায় নজরদারি চালায় পুলিশ। ছিলেন হাওড়া সিটি পুলিশের সেন্ট্রাল জ়োনের পদস্থ আধিকারিকরা। হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী বলেন, ‘‘হাওড়া জেলার মানুষ যাতে শান্তিতে থাকতে পারেন, সে জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। রামনবমী এবং হনুমান জয়ন্তীর মতো উৎসব শান্তিপূর্ণ পালিত হয়েছে। তবুও জনগণকে সতর্ক এবং সচেতন করার জন্য অতিরিক্ত বাহিনী রুটমার্চ করছে। খেয়াল রাখা হচ্ছে, যাতে কোনও দুষ্কৃতী গন্ডগোল পাকাতে না পারে। কোনও গুজবের কারণে অশান্তি না হয়।’’

হাওড়ার বাঁকড়া অঙ্কুরহাটি শিবপুর এলাকাতেও রুটমার্চ হয়েছে। হাওড়া গ্রামীণ এলাকাতেও পুলিশের টহলদারি চলবে বলে প্রশাসন সূত্রে খবর।

ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় গত কয়েক দিন ধরে অশান্ত ছিল মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। বীরভূম, মালদহ থেকেও গন্ডগোলের খবর মেলে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েও অশান্তি হয়েছে। এই প্রেক্ষিতে সাবধানতা অবলম্বন করেছে পুলিশ-প্রশাসন।

Advertisement
আরও পড়ুন