West Bengal Health Recruitment

প্যানেলের তালিকায় সেই বিরূপাক্ষ! বিতর্ক শুরু হতেই নিয়োগ প্রক্রিয়ায় পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর

আরজি কর আন্দোলনের সময়ে বর্ধমান মেডিক্যালের সিনিয়র রেসিডেন্ট বিরূপাক্ষকে প্রথমে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে কাজে যোগ দেওয়ার জন্য রিলিজ় অর্ডার জারি হয়। পরে তাঁকে নিলম্বিত করে স্বাস্থ্য দফতর।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ২০:১৭
List of successful candidates for teacher recruitment where name of Birupakshya Biswas is stay

বিরূপাক্ষ বিশ্বাস। — ফাইল চিত্র।

আরজি কর আন্দোলনের সময় তাঁর নাম প্রকাশ্যে এসেছিল। আরজি কর-কাণ্ডের আবহে বর্ধমান মেডিক্যাল কলেজে ‘দাদাগিরি’র অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। বর্ধমান মেডিক্যাল কলেজের তৎকালীন প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট সেই বিরূপাক্ষ বিশ্বাসকে নিয়ে আবার বিতর্কের সৃষ্টি হল। সম্প্রতি প্রকাশিত রাজ্য হেল্‌থ রিক্রুটমেন্ট বোর্ডের (এইচআরবি) শিক্ষক-চিকিৎসক নিয়োগের প্যানেলের তালিকায় বিরূপাক্ষের নাম কী ভাবে এল, তা নিয়ে প্রশ্ন। বিতর্ক শুরু হতেই তা নিয়ে পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দফতর।

Advertisement

স্বাস্থ্য দফতর জানিয়েছে, আপাতত ওই প্যানেল তালিকার উপর স্থগিতাদেশ জারি করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই প্যানেল তালিকা ঠিক নয়। আরজি কর আন্দোলনের সময়ে বর্ধমান মেডিক্যালের সিনিয়র রেসিডেন্ট বিরূপাক্ষকে প্রথমে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে কাজে যোগ দেওয়ার জন্য রিলিজ় অর্ডার জারি হয়। পরে তাঁকে নিলম্বিত করে স্বাস্থ্য দফতর। তার পরেও কী ভাবে ওই তালিকায় ‘নিলম্বিত’ বিরূপাক্ষের নাম ঢুকল, সেই প্রশ্নের উত্তর অধরা।

অনেকের প্রশ্ন, বিরূপাক্ষের সাসপেনশন কি তুলে নেওয়া হয়েছে? যদি তা হয়, তবে বিজ্ঞপ্তি কোথায়? নিয়োগ প্যানেলে বিরূপাক্ষের নাম থাকার বিষয় প্রকাশ্যে আসতেই রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি দেয় অ্যাসোসিয়েশন অফ হেল্‌থ সার্ভিস ডক্টরস’। সেই সংগঠনের সাধারণ সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, ‘‘যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, যাঁকে নিলম্বিত করা হয়েছিল, তাঁর নাম এ ভাবে তালিকায় চলে এল কী ভাবে?’’ এ ব্যাপারে স্বাস্থ্য দফতরের হস্তক্ষেপের দাবি জানানো হয়।

Advertisement
আরও পড়ুন