21 July TMC Rally

বাংলাতেই কথা বলব, জয় মা কালী বলিয়েছি, ২০২৬ সালের পর বিজেপিকে জয় বাংলাও বলাব: ধর্মতলায় অভিষেক

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সোমবার শেষ ২১ জুলাই পালন করছে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার অন্যতম প্রধান বক্তা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৬:১২
সোমবার ২১ জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার ২১ জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: ভিডিয়ো থেকে।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৩:২৫ key status

দিল্লি কাঁপানোর ডাক

ভাষণের শেষে দিল্লি কাঁপানোর ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাস্থলে উপস্থিত শ্রোতাদের উদ্দেশে তিনি চিৎকার করে ‘জয় বাংলা’ বলার আহ্বান জানান। এমন আওয়াজ তোলার বার্তা দেন, যাতে দিল্লিতেও কম্পন অনুভূত হয়।

timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৩:২২ key status

ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেব

অভিষেক বলেন, ‘‘বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়। বিজেপিকে আমরা ছাব্বিশের পর ওই ক্যাম্পে নিয়ে যাব। বিজেপিকে কোনও জায়গা ছাড়া চলবে না।’’

Advertisement
timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৩:১৯ key status

দুই ‘ই’ কাজে লাগাচ্ছে বিজেপি

অভিষেক বলেন, ‘‘আমরা মেরুদণ্ড বিক্রি করব না। গলা কেটে দিলেও ‘জয় বাংলা’ বেরোবে। এক দিকে ইডিকে ব্যবহার করা হচ্ছে। আর এক দিকে নির্বাচন কমিশনকে (ইসি) ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম কেটে দিচ্ছে। দু’টি ই-কে কাজে লাগাচ্ছে। কেউ ভয় পাবেন না।’’

timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৩:১৭ key status

বিজেপিকে ‘জয় বাংলা’ বলাব

অভিষেক বলেন, ‘‘আমরা বাংলায় কথা বলি। ১০০ বার বলব। গর্ব করে বলব। ২০২৬ সালের পর বিজেপিকে দিয়েও ‘জয় বাংলা’ বলাব। লিখে রাখুন।’’ পদ্মফুল উপড়ে ফেলার হুঁশিয়ারি দিলেন অভিষেক।

Advertisement
timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৩:১৫ key status

বিজেপিকে আক্রমণ

২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, ‘‘বিজেপিকে প্রথম বাংলাবিরোধী আমরা বলেছি। আমরা জনতার গর্জনের ডাক দিয়েছিলাম। শুধু রাজনৈতিক স্লোগান নয়। সেটাই বিজেপির আসল চরিত্র। বিজেপি বাংলার সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য করে, ময়দানে জিততে না পেরে নির্লজ্জের মতো গরিব মানুষকে মারার পরিকল্পনা করে। টাকা আটকে রাখে। ওদের একটাই পরিচয়, বাংলাবিরোধী।’’

timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১২:৩৬ key status

এলেন অভিষেক

ধর্মতলার পৌঁছে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাস্থলে প্রবেশের সময় কর্মী-সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন তিনি। নতজানু হয়ে প্রণাম জানান শহিদদের।

নতজানু হয়ে শহিদ-প্রণাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

নতজানু হয়ে শহিদ-প্রণাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। —নিজস্ব চিত্র।

Advertisement
timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১২:৩৪ key status

ধর্মতলায় সভা চলছে

নির্ধারিত সময়েই ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ শুরু হয়ে গিয়েছে। মঞ্চে বক্তৃতা করছেন নেতারা। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন