Kaliganj Assembly Bypoll

বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৭০ শতাংশ ভোট পড়়ল কালীগঞ্জে, বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই উপনির্বাচন

সকাল ৭টায় প্রবল বৃষ্টির মধ্যেই ভোটগ্রহণ শুরু হল নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে। তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন (লাল) আহমেদের মৃত্যুতে কালীগঞ্জে উপনির্বাচন হচ্ছে। লড়াইয়ে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৮:৫০
একটি ভোটকেন্দ্রে ঢুকছেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যেরা। বৃহস্পতিবার দুপুরে নদিয়ার কালীগঞ্জে।

একটি ভোটকেন্দ্রে ঢুকছেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যেরা। বৃহস্পতিবার দুপুরে নদিয়ার কালীগঞ্জে। —নিজস্ব চিত্র।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৭:৫৫ key status

ভোটের হার প্রায় ৭০ শতাংশ

কালীগঞ্জের উপনির্বাচনে ইতিমধ্যে প্রায় ৭০ শতাংশ ভোট পড়ে গিয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার  বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৬৯.৮৫ শতাংশ।

timer শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৬:৪৭ key status

ফলঘোষণা কবে

আগামী সোমবার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলঘোষণা করবে নির্বাচন কমিশন।

Advertisement
timer শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৬:৪৬ key status

বিকেল ৪টে পর্যন্ত ভোটদানের হার

বিকেল ৪টে পর্যন্ত ৬৫.০৭ শতাংশ ভোট পড়ল কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে। 

timer শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৬:০০ key status

ভোটারদের নিয়ে নদী পারাপারের সময় দুর্ঘটনা

ভোটারদের সময় পারাপারের সময় ভৈরবী নদীতে দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে সাময়িক ভাবে আটকে পড়েন ভোটাররা। 

Advertisement
timer শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৫:৫০ key status

দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার

দুপুর ৩টে পর্যন্ত কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার ৬০. ৩২ শতাংশ।

timer শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৪:২৩ key status

বিজেপির পোলিং এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ

কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটকেন্দ্র হয়েছে চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠে। সেখানকার ৫৬ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। 

Advertisement
timer শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৪:১৫ key status

দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার

কালীগঞ্জে দুপুর ১টা পর্যন্ত ৪৫.২৩ শতাংশ ভোট পড়েছে। জানাল নির্বাচন কমিশন। 

timer শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১২:১৪ key status

সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার

সকাল ১১টা পর্যন্ত কালীগঞ্জে ৩০.৬৪ শতাংশ ভোট পড়েছে। জানাল নির্বাচন কমিশন। 

timer শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১০:৪৭ key status

বৃষ্টি কমতেই বাড়ছে ভোটদানের ভিড়

বৃষ্টি একটু কমতেই কালীগঞ্জ বিধানসভার একাধিক বুথে ভোটারদের দীর্ঘ লাইন। 

ভোটের লাইনে ভোটাররা।

ভোটের লাইনে ভোটাররা। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১০:৪১ key status

জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী

ভোটাধিকার প্রয়োগ করলেন কালীগঞ্জের বিজেপি প্রার্থী আশিস ঘোষ। তিনি বলেন, “আমি জয়ের ব্যাপারে আশাবাদী।”

timer শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১০:৩৯ key status

সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার

সকাল ৯টা পর্যন্ত কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ১০.৮৩ শতাংশ ভোট পড়েছে। জানাল নির্বাচন কমিশন। 

timer শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ০৯:২৬ key status

কী বললেন তৃণমূল প্রার্থী?

আরও বেশি সংখ্যক মানুষকে বুথে এসে ভোট দেওয়ার আহ্বান জানালেন তৃণমূল প্রার্থী আলিফা। তিনি বলেন, “উন্নয়নমুখী কালীগঞ্জ গড়ে তুলতে সবাই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। যোগ্য প্রার্থীকে জয়যুক্ত করুন।” বৃষ্টি কমলে ভোটদানের হার আরও বাড়বে বলে আশাপ্রকাশ করেন তিনি। বিরোধী বিজেপিকে আলিফার কটাক্ষ, “ওরা এজেন্ট বসাতে পারছে না। তার জন্য আমরা কী করতে পারি?”

timer শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ০৯:১৯ key status

ভোট দিলেন কংগ্রেস প্রার্থী

 বড়চাঁদঘর উচ্চ বিদ্যালয়ের ৪৫ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন আহমেদ। ভোটদান করে তিনি বলেন, “আবহাওয়া খুবই ভাল। কালীগঞ্জ কৃষিপ্রধান অঞ্চল, তাই বৃষ্টি হওয়া ভাল খবর। নিরাপত্তাও ভাল আছে। ভোট শান্তিপূর্ণ হবে।”

timer শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ০৯:১৮ key status

সক্রিয় নির্বাচন কমিশন

কালীগঞ্জের একাধিক ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় পতাকা এবং ফ্ল্যাগ-ফেস্টুন খুলে নিল নির্বাচন কমিশনের আধিকারিকরা। অন্য দিকে, অধিকাংশ ভোটগ্রহণ কেন্দ্রেই ভোটারদের মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। একটি নির্দিষ্ট জায়গায় ফোন জমা রেখে ভিতরে ঢুকতে হচ্ছে। ফোন পাহারার দায়িত্বে রয়েছেন কমিশন নিযুক্ত স্বেচ্ছাসেবকেরা।

timer শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ০৯:১০ key status

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

২১ নম্বর বুথে কংগ্রেস প্রার্থীর এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল। 

timer শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ০৮:৫৭ key status

ভোট দিলেন তৃণমূল প্রার্থী

পলাশীর মীরা বালিকা বিদ্যানিকেতনের ভোটকেন্দ্রে ভোট দিলেন কালীগঞ্জের তৃণমূল প্রার্থী তথা প্রয়াত বিধায়কের কন্যা আলিফা আহমেদ।

কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ।

কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ০৮:২০ key status

বিভিন্ন বুথে সকাল থেকেই মহিলাদের লাইন

সকাল থেকেই কালীগঞ্জের বিভিন্ন বুথে মহিলাদের লম্বা লাইন দেখা গিয়েছে। 

ভোট দেওয়ার পর মহিলা ভোটাররা।

ভোট দেওয়ার পর মহিলা ভোটাররা। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ০৮:১৭ key status

একটি বুথে ইভিএম বিভ্রাট

ইভিএমে বিভ্রাটের কারণে কালীগঞ্জ বিধানসভার ১৬৭ নম্বর বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করা যায়নি। ঘটনাস্থলে গিয়েছেন কমিশনের আধিকারিকেরা। 

timer শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ০৮:১৬ key status

কী বললেন বিজেপি প্রার্থী

৮০/১৭৩ নম্বর বুথে ভোট দিলেন কালীগঞ্জের বিজেপি প্রার্থী আশিস ঘোষ। উপনির্বাচনেও ছাপ্পা এবং ভোট লুটের আশঙ্কা করছেন বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী।

timer শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ০৮:১৪ key status

গত বিধানসভা ভোটের ফল

গত বিধানসভা ভোটে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নাসিরউদ্দিন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অভিজিৎ ঘোষকে ৪৬ হাজারেরও বেশি ভোটে হারিয়েছিলেন। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন