Primary teachers recruitment case

‘টাকা দিয়ে চাকরি হয়েছে, এমন প্রমাণ মেলেনি’, প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলায় হাই কোর্টে দাবি পর্ষদের

কলকাতা হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশিক্ষণহীন ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৭:২৮
প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিলের শুনানি হাই কোর্টে।

প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিলের শুনানি হাই কোর্টে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৬:৪৫ key status

গরমের ছুটির পরে পরবর্তী শুনানি

রাজ্য এবং পর্ষদের সওয়াল শোনার পর হাই কোর্ট জানায়, গ্রীষ্মের ছুটির পর মামলার পরবর্তী শুনানি হবে।

timer শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৬:২০ key status

টাকা দিয়ে চাকরি হয়েছে, এমন প্রমাণ মেলেনি: হাই কোর্টে পর্ষদ

হাই কোর্টে পর্ষদ: সরকারি আধিকারিকরা দুর্নীতিতে যুক্ত বলা হচ্ছে। টাকা দিয়ে চাকরি হয়েছে, এটা অনুমানের ভিত্তিতে বলা হয়েছে। সরকারি চাকরি টাকা দিয়ে হয়েছে, এমন কোনও প্রমাণ মেলেনি।

Advertisement
timer শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৫:৩৪ key status

‘কয়েক জনের বক্তব্যের ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে সন্দেহ করা হয়েছে’!

 হাই কোর্টে পর্ষদ: ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার রুল মেনে ইন্টারভিউ নেওয়া হয়েছে। অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। কয়েক জনের বক্তব্যের ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে সন্দেহ করা হয়েছে।

timer শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৫:২০ key status

‘বেশি নম্বর দেওয়া হয়েছে, এই অভিযোগে নিয়োগ বাতিল করা যায় না’

হাই কোর্টে পর্ষদ: বেশি নম্বর দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে নিয়োগপ্রক্রিয়া বাতিল করা যায় না।

Advertisement
timer শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৫:০৯ key status

রাজ্যের সওয়ালের পর প্রশ্ন বিচারপতির

বিচারপতি চক্রবর্তী: প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেছে। কী কী নির্ভরযোগ্য পদক্ষেপ করেছেন আপনারা?

পর্ষদ: ১ লক্ষ ২০ হাজার প্রার্থী অংশ নিয়েছিলেন। ৪২৯০০ শূন্যপদ ছিল।

timer শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৪:৪৮ key status

‘কারও চাকরি বাতিলের আবেদন করা হয়নি প্রথমে’

মামলায় রাজ্যের সওয়াল:  মামলায় প্রথমে কারও চাকরি বাতিলের আবেদন করা হয়নি। মামলাকারীদের আবেদন ছিল, ‘প্রশিক্ষণহীন প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে। আমাদেরও সুযোগ দেওয়া হোক।’

Advertisement
timer শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৪:৪১ key status

প্রাথমিক মামলার শুনানি শুরু

প্রাথমিক মামলার শুনানি শুরু হল কলকাতা হাই কোর্টে। প্রথমে সওয়াল করতে উঠলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত।

timer শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৩:৫২ key status

যা নিয়ে বিতর্ক

২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হন প্রায় ১ লক্ষ ২৫ হাজার প্রার্থী। পর্ষদ ২০১৬ সাল থেকে তাঁদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে। চাকরি দেওয়া হয় ৪২ হাজার ৯৪৯ জনকে। কিন্তু ওই নিয়োগে একাধিক ত্রুটির অভিযোগ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার প্রেক্ষিতে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশিক্ষণহীন ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। তাঁর রায় ছিল, চাকরি বাতিল হলেও ওই শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন। তবে ওই নির্দেশের তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্যকে।

timer শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৩:৫০ key status

এর আগে মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট

ঘটনাক্রমে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। তার পর সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল। যদিও শীর্ষ আদালত হাই কোর্টেই এই মামলা ফেরত পাঠায়।

timer শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৩:৪৯ key status

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বাতিল হয় ৩২ হাজার চাকরি

গত ৭ এপ্রিল শুনানি স্থগিত হয়ে যায় বিচারপতি সৌমেন সেন এই মামলা থেকে সরে দাঁড়ানোয়। উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০২৩ সালের ১৬ মে এই চাকরি বাতিলের নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চাকরিহারা শিক্ষকেরা। 

timer শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৩:৪৮ key status

প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিলের শুনানি হাই কোর্টে

হাই কোর্টে প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার চাকরি বাতিলের শুনানি রয়েছে মঙ্গলবার। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে শুরু হবে শুনানি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন