Accident at Belda

‘নাইট ডিউটি’ সেরে ফেরা হল না বাড়ি! বেলদায় তরুণী স্বাস্থ্যকর্মীর স্কুটিতে ধাক্কার পরে তাঁকে পিষে দিয়ে গেল গাড়ি

মৃত স্বাস্থ্যকর্মীর নাম অর্পিতা দাস। পূর্ব মেদিনীপুরের ধামাখালির বাসিন্দা ২১ বছরের অর্পিতা চাকরি করতেন বেলদার একটি নার্সিংহোমে। সোমবার রাতে অর্পিতা ‘ডিউটি’ করে বাড়ি ফিরছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৭:১২
Accident at Belda

পড়ে রয়েছে ভাঙাচোরা স্কুটি। উদ্ধারকাজে পুলিশ। —নিজস্ব চিত্র।

‘নাইট ডিউটি’ সেরে বাড়ি ফিরছিলেন স্কুটি চালিয়ে। হঠাৎ উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু তরুণী স্বাস্থ্যকর্মীর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার কালীবাগিচা এলাকায়, ১৬ নম্বর জাতীয় সড়কে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃত স্বাস্থ্যকর্মীর নাম অর্পিতা দাস। পূর্ব মেদিনীপুরের ধামাখালির বাসিন্দা ২১ বছরের অর্পিতা চাকরি করতেন বেলদার একটি নার্সিংহোমে। সোমবার রাতে অর্পিতা ‘ডিউটি’ করেছেন। মঙ্গলবার সকালে কাজ শেষ করে নিজের স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন। তার মধ্যে আচমকা দুর্ঘটনা!

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সকাল ৯টা নাগাদ খড়গপুর-বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার সময়ে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি ধাক্কা মারে অর্পিতার স্কুটিতে। স্কুটি থেকে ছিটকে রাস্তায় পড়েন অর্পিতা। তাঁর মাথার উপর দিয়ে চলে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

ওই দুর্ঘটনার জেরে শোরগোল এলাকায়। বেলদা থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা অর্পিতাকে মৃত বলে ঘোষণা করেন। সেখান থেকে অর্পিতার পরিবারে খবর দেয় পুলিশ।

ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে খড়্গপুর মহকুমা হাসপাতালে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কী ভাবে এই দুর্ঘটনা হল, কোন গাড়ি ধাক্কা মেরেছে স্কুটিতে, তা খতিয়ে দেখতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement
আরও পড়ুন