—প্রতিনিধিত্বমূলক চিত্র।
মামার বাড়ি সঙ্গে করে নিয়ে যায়নি মা। আর সেই অভিমানেই আত্মঘাতী হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। পরিবারের দাবি, সকালে টিউশন থেকে ফিরে ওই কিশোরী জানতে পারে মা তাকে রেখে মামার বাড়ি চলে গিয়েছেন। সঙ্গে গিয়েছে তার ছোট বোনও। কিন্তু তার জন্য অপেক্ষা না-করায় অভিমানে গলায় গামছার ফাঁস দিয়ে আত্মহত্যা করল প্রিয়াঙ্কা মণ্ডল নামে বছর এগারোর নাবালিকা।
স্থানীয় সূত্রে খবর, প্রিয়াঙ্কাদের বাড়ি রাধামোহনপুর ১১/১ গ্রাম পঞ্চায়েতের পলাশী এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে টিউশন পড়তে গিয়েছিল প্রিয়াঙ্কা। সেই সময় খবর আসে তার মা পুতুল মণ্ডলের দিদিমা মারা গিয়েছেন। খবর পেয়ে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে যান তিনি।
টিউশন থেকে ফিরে মায়ের মামার বাড়ি যাওয়ার খবর শুনে ভেঙে পড়ে প্রিয়াঙ্কা। পরিবারের দাবি, অভিমানে ঘরের দরজা বন্ধ করে গলায় গামছার ফাঁস দিয়ে ঝুলে পড়ে সে। সেই অবস্থা থেকে উদ্ধার করে তড়িঘড়ি ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য কানাই সোরেন। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।