Death At Kharagpur Station

লোহার বিম পড়ে পিষে গেল ছোট্ট শরীর, খড়্গপুর স্টেশনে মর্মান্তিক পরিণতি আট বছরের ভবঘুরের!

খড়্গপুর রেলস্টেশনের ৫ এবং ৬ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায় বিশালাকার একটি লোহার বিম দাঁড় করানো ছিল। ভবঘুরে শিশুটি লোহার বিমটির নীচে খেলছিল। হঠাৎ অঘটন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৬:১৫
Kharagpur Rail Station

খড়্গপুর রেলস্টেশন। —ফাইল চিত্র।

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি হয়েছে খড়্গপুর রেলস্টেশনের ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায়।

Advertisement

রেল সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরে অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ চলছে খড়্গপুরে। ওই কাজের জন্য ৫ এবং ৬ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায় বিশালাকার একটি লোহার বিম দাঁড় করানো ছিল। মঙ্গলবার ভবঘুরে শিশুটি লোহার বিমটির নীচে খেলছিল। হঠাৎ প্রকাণ্ড বিমটি পড়ে যায়। তার তলায় পিষ্ট হয় শিশুটি।

সঙ্গে সঙ্গে রেলকর্মীরা ছুটে গিয়েছিলেন। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম জানা যায়নি এখনও। তার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে রেল পুলিশ। ডিএসপি এবং আইসি (জিআরপি) পরিদর্শনে গিয়েছেন। রেল পুলিশ জানিয়েছে, তারা শিশুটিকে নিয়ে খড়্গপুর মহকুমা হাসপাতালে গিয়েছিল। কিন্তু আগেই সে মারা গিয়েছিল। রেল পুলিশ এ-ও জানায়, শিশুটি একটি পরিবারের সঙ্গে স্টেশন চত্বরেই থাকত।

অন্য দিকে, স্থানীয়দের একাংশ রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন। একটি শিশু বিনা টিকিটে কেন এবং কী ভাবে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছিল, প্রশ্ন তুলেছেন তাঁরা। ওই ঘটনা প্রসঙ্গে খড়্গপুর বিভাগের রেল পুলিশের এসআরপি দেবশ্রী সান্যাল বলেন, ‘‘অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা সব দিকই খতিয়ে দেখছি।’’

Advertisement
আরও পড়ুন