Army Jawan Arrested In Ranchi

ট্রেনের ফাঁকা কামরায় নিয়ে গিয়ে মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা! রাঁচীতে গ্রেফতার সেনা জওয়ান, চাঞ্চল্য

সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ ঝাড়খণ্ডের রাঁচীর একটি রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় বসেছিলেন ২২ বছরের এক যুবতী। শুনশান ছিল স্টেশন। ট্রেন আসে। ওই যুবতী ট্রেনে ওঠামাত্র ৪২ বছরের এক সেনা জওয়ান সেখানে উপস্থিত হন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৪
Rape Attempt in Ranchi

—প্রতিনিধিত্বমূলক ছবি।

শুনশান রেলস্টেশনে দাঁড়ানো ট্রেনের মধ্যে যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল ঝাড়খণ্ডে। অভিযুক্ত এক সেনা জওয়ান। তাঁকে গ্রেফতার করেছে রেল পুলিশ।

Advertisement

রেল সূত্রে খবর, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ ঝাড়খণ্ডের রাঁচীর একটি রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় বসেছিলেন ২২ বছরের এক যুবতী। শুনশান ছিল স্টেশন। ট্রেন আসে। ওই যুবতী ট্রেনে ওঠামাত্র ৪২ বছরের এক সেনা জওয়ান সেখানে উপস্থিত হন। অভিযোগ, তিনি ওই মহিলাযাত্রীকে টেনেহিঁচড়ে একটি ফাঁকা কামরায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ট্রেনের ভিতর থেকে এক যুবতীর কান্না এবং চিৎকার শুনতে পেয়ে ছুটে যান আরপিএফ কর্মীরা। সেখান থেকে পালানোর সময় আটক করা হয় ওই জওয়ানকে।

শনিবার রাঁচীর আরপিএফের তরফে বলা হয়েছে, তাদের কর্মীদের দেখে অভিযুক্ত পালানোর চেষ্টা করেছিলেন। বেশ দৌড়ঝাঁপ করে তাঁকে আটক করেছে আরপিএফ। পড়ে গিয়ে চোট পেয়েছেন ওই জওয়ান। আপাতত তিনি হেফাজতে।

জানা যাচ্ছে, অভিযুক্তের বাড়ি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। পঞ্জাবে পটীয়ালা রেজিমেন্টে কর্মরত তিনি। আরপিএফের এক আধিকারিক বলেন, ‘‘ট্রেনে সেনার জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযুক্ত সেগুলো পাহারা দিচ্ছিলেন। তিনি মত্ত অবস্থায় ছিলেন বলে প্রমাণ পাওয়া গিয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘এক যুবতীর চিৎকার শুনে রেলওয়ে পুলিশ দৌড়ে গিয়েছিল। তারা অভিযুক্তকে হাতেনাতে ধরেছে।’’

ধৃত জওয়ানের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। শুক্রবার তাঁকে আদালতে হাজির করানো হলে বিচারক বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। অন্য দিকে, ওই যুবতীর বয়ান সংগ্রহ করেছেন তদন্তকারীরা।

Advertisement
আরও পড়ুন