Garbeta Gang-Rape Case

বন্ধুদের নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ! গড়বেতাকাণ্ডে আজীবন কারাদণ্ড ৩ আসামির, সঙ্গে জরিমানাও

২০২০ সালে স্বাধীনতা দিবসে গড়বেতার বহড়াশোলে জঙ্গলে ঘটে ন্যক্কারজনক ঘটনা। ২১ বছরের এক যুবতীকে গণধর্ষণ করেন কয়েক জন। যাঁদের মধ্যে ছিলেন নির্যাতিতার প্রেমিকও।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৬:০৬
Garbeta Gang-Rape Case

—প্রতিনিধিত্বমূলক ছবি।

গড়বেতার জঙ্গলে গণধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড। বৃহস্পতিবার তিন বন্ধুর সাজা ঘোষণা করেছেন মেদিনীপুর প্রথম অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক উদয় রানা।

Advertisement

২০২০ সালে স্বাধীনতা দিবসে গড়বেতার বহড়াশোলে জঙ্গলে ঘটে ন্যক্কারজনক ঘটনা। ২১ বছরের এক যুবতীকে গণধর্ষণ করেন কয়েক জন। যাঁদের মধ্যে ছিলেন নির্যাতিতার প্রেমিকও। প্রেমিকাকে জঙ্গলে ডেকে নিয়ে গিয়েছিলেন তিনি। সেখানে আরও তিন বন্ধু এবং পরিচিতকে ডেকে যুবতীর শ্লীলতাহানি করেন।

ওই মামলা প্রসঙ্গে সরকারি আইনজীবী দেবাশিস মাইতি বলেন, ‘‘পাঁচ বছর আগে ১৫ অগস্ট বহড়াশোলে জঙ্গলে ওই যুবতীকে বিয়ের নাম করে নিয়ে গিয়েছিলেন সুরজ সরেন নামে এক যুবক। সেখানে সুরজের সঙ্গে তাঁর তিন বন্ধু, দশরথ মান্ডি, কিষাণ মান্ডি-সহ চার জন ওই যুবতীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।’’ তিনি আরও জানান, অভিযোগের ভিত্তিতে চার জনকেই গ্রেফতার করে পুলিশ। তবে অভিযুক্তদের মধ্যে একজন নাবালক বলে তার বিচার জুভেনাইল আদালতে হচ্ছে। বাকি তিন জনের বিচার চলছিল মেদিনীপুর আদালতে।

সংশ্লিষ্ট মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণের পরে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ডি) ধারায় প্রথম অতিরিক্ত জেলা দায়রা বিচারক তিন জনের আমৃত‌্যু কারাবাসের পাশাপাশি এক লক্ষ টাকা করে জরিমানা করেছেন। সেই সঙ্গে নির্যাতিতাকে রাজ‌্য সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement
আরও পড়ুন