Mandarmani Kidnap Case

মন্দারমণিতে মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ পরিচালককে! ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার খড়্গপুর টাউনে

গত বৃহস্পতিবার একটি মিউজ়িক ভিডিয়োর শুটিং চলছিল মন্দারমণিতে। সেখানে হঠাৎ উপস্থিত হয় জনাকয়েক দুষ্কৃতী। মাথায় বন্দুক ঠেকিয়ে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় পরিচালককে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৮:৪৮
Kidnap Case

গাড়ি-সহ উদ্ধার করা হয়েছে পরিচালককে। —নিজস্ব চিত্র।

পূর্ব মেদিনীপুরের সমুদ্রসৈকত থেকে অপহৃত চিত্রপরিচালককে পশ্চিম মেদিনীপুরে উদ্ধার করল পুলিশ। যদিও অভিযুক্তদের কাউকে এখনও ধরা যায়নি। আটক করা হয়েছে একটি গাড়ি। খোঁজ চলছে অপহরণকারীদের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার একটি মিউজ়িক ভিডিয়োর শুটিং চলছিল মন্দারমণিতে। সেখানে হঠাৎ উপস্থিত হয় জনাকয়েক দুষ্কৃতী। অভিযোগ, ওই মিউজ়িক ভিডিয়োর পরিচালক শ্রীকান্ত জার ওরফে প্রিন্সের মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে গাড়িতে তোলে দুষ্কৃতীরা। ওই ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং কলাকুশলীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশে।

এর পর জায়গায় জায়গায় নাকা তল্লাশি শুরু করে পুলিশ। শুক্রবার বিশেষ সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর টাউন থানার পুলিশ শ্রীকান্তকে তালবাগিচা এলাকা থেকে উদ্ধার করে। তবে পুলিশের তাড়া খেয়ে দুষ্কৃতীরা গাড়ি ছেড়ে পালিয়ে যায়। ওই গাড়িতেই ছিলেন অপহৃত। তাঁকে উদ্ধার করে মন্দারমণি পুলিশের হাতে তুলে দেয় খড়্গপুর টাউন থানার পুলিশ।

এই ঘটনা নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এক পদস্থ আধিকারিক বলেন, ‘‘এক জনকে অপহরণ করে গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, এই খবর পাওয়ার পরেই বিভিন্ন রাস্তায় নাকা তল্লাশি শুরু করে পুলিশ। শেষমেশ খড়্গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ নাকা চেকিংয়ের সময় সন্দেহভাজন গাড়িটিকে আটকায়। কিন্তু গাড়ি ছেড়ে অভিযুক্তেরা পালিয়ে যায়। গাড়িতে অপহৃত ব্যক্তি ছিলেন। তাঁর শারীরিক অবস্থা জানার চেষ্টা চলছে।’’

পুলিশের অনুমান, পরিচালককে অপহরণ করে দুর্গাপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িতে চার-পাঁচ জন দুষ্কৃতী ছিল। তাদের মধ্যে দু’-তিন জন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। কী কারণে এই অপহরণ, পরিচালককে তারা আগে থেকে চিনত কি না, এ সব খতিয়ে দেখছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এক পুলিশকর্তা বলেন, ‘‘বন্দুক দেখিয়ে অপহরণের ঘটনায় তদন্ত চলছে।’’

Advertisement
আরও পড়ুন