Kolkata Couple Face Accident

কলকাতা থেকে ওড়িশা যাওয়ার পথে দুর্ঘটনা, বাইক থেকে ছিটকে মৃত্যু স্বামীর, আশঙ্কাজনক স্ত্রী, জখম শিশুসন্তানও!

শনিবার ভোরে বাইক নিয়ে কলকাতা থেকে ওড়িশা যাচ্ছিলেন জনৈক পার্থসারথি ঘোষ। বাইকে ছিলেন তাঁর স্ত্রী সুপর্ণা ঘোষ এবং নাবালক সন্তান।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১৭:২১
Kolkata Couple Face Accident

দুর্ঘটনাগ্রস্ত বাইক। —নিজস্ব চিত্র।

জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন স্বামী। আশঙ্কাজনক স্ত্রী। জখম তাঁদের শিশুসন্তান। শনিবার পশ্চিম মেদিনীপুরের ঘটনা। পুলিশ সূত্রে খবর, দম্পতির বাড়ি কলকাতার বেহালায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোরে বাইক নিয়ে কলকাতা থেকে ওড়িশা যাচ্ছিলেন জনৈক পার্থসারথি ঘোষ। বাইকে ছিলেন তাঁর স্ত্রী সুপর্ণা ঘোষ এবং নাবালক সন্তান। সকাল ৮টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণ এলাকার মাদপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার মুখে পড়েন তাঁরা। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন পার্থ। রাস্তায় ছিটকে পড়েন ঘোষ দম্পতি এবং তাঁদের সন্তান।

স্থানীয়েরা উদ্ধার করেন তিন জনকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয়দের সহায়তায় পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্যোগে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক পার্থকে মৃত বলে ঘোষণা করেন। সুপর্ণার চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে খবর, শিশুটি সুস্থ রয়েছে। তার তেমন চোট লাগেনি। তবে তার বাবা মারা গিয়েছেন। মায়ের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে। পার্থদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জানা গিয়েছে, তারা বেহালার রায় বাহাদুর রোডের বাসিন্দা।

Advertisement
আরও পড়ুন