Midnapore Murder Case

সাত বছরের শিশুকে গলা টিপে খুন! ৪ বছর পর শিশুদিবসে দোষী সাব্যস্ত হলেন পশ্চিম মেদিনীপুরের যুবক

শুক্রবার শিশুদিবসে এক শিশুর হত্যাকাণ্ডের শুনানি চলছিল মেদিনীপুরের আদালতে। ২০২১ সালের ডিসেম্বরে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন এক যুবক।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ২১:১৫

—প্রতীকী চিত্র।

শিশু খুনের দায়ে এক যুবককে ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করল মেদিনীপুর আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক।

Advertisement

শুক্রবার শিশুদিবসে এক শিশুর হত্যাকাণ্ডের শুনানি চলছিল মেদিনীপুরের আদালতে। পুলিশ সূত্রের খবর, ২০২১ সালে ডিসেম্বর মাসে অনিমেষ লহবর নামে বছর সাতেকের এক শিশুর দেহ উদ্ধার হয় গড়বেতা থানার গড়বেরিয়া গ্রাম সংলগ্ন একটি জঙ্গল থেকে। তার আগে শিশুটি পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল। ২০২১ সালের ১৭ ডিসেম্বর তার দেহ করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরিবার নিখোঁজ ডায়েরি করেছিল। তবে শিশুটির দেহ উদ্ধারের পর খুনের ধারায় মামলা রুজু করে পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে গড়বেরিয়া গ্রামে শিশুটির বাড়ি। নিখোঁজ হওয়ার দিন আশপাশের কয়েকটি শিশুর সঙ্গে খেলছিল। সেই সময় সেখানে সাইকেল নিয়ে হাজির হন স্বদেশ লহবর নামে এক যুবক। তিনি বছর সাতের অনিমেষকে ঘোরানোর নাম করে ডেকে নিয়ে যান। সেই সময় স্বদেশের বয়স ছিল ২১ বছর।

সন্ধ্যের পরেও শিশুটি ঘরে না ফেরায় খোঁজাখুঁজির শুরু করে পরিবার। তারা জানতে পারে অনিমেষকে নিয়ে গিয়েছেন স্বদেশ। কিন্তু তাঁরও খোঁজ মিলছিল না। শিশুটির দেহ উদ্ধারের পরে পুলিশ স্বদেশকে খুঁজে বার করে। গ্রেফতার করা হয় তাঁকে।

জানা যায়, শিশুটিকে শ্বাসরোধ করে খুন করেছিলেন তিনি। শুক্রবার সরকারি আইনজীবী শীর্ষেন্দু মাইতি বলেন, ‘‘শিশু খুনের ঘটনায় শিশুদিবসে স্বদেশ লহবরকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করেন বিচারক। চিকিৎসক, পুলিশ-সহ ১৫ জন এই মামলায় সাক্ষী ছিলেন। তাঁদের মধ্যে আবার তিনটি শিশু ছিল। শনিবার এই মামলায় সাজা ঘোষণা করবেন বিচারক।’’

Advertisement
আরও পড়ুন