Road Accident At Sabang

মালবোঝাই গাড়িতে ধাক্কা মেরে আগুন ধরল ডাম্পারে! কালো ধোঁয়ায় ঢাকল সবংয়ের রাজ্য সড়ক

পটাশপুরের দিক থেকে তেমাথানিগামী একটি ১৮ চাকার পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা ডাম্পারটিকে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে আগুন ধরে যায় ওই ১৮ চাকার ডাম্পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১১:৪৯
accident

আগুন নেবানোর চেষ্টা দমকল বাহিনী। —নিজস্ব চিত্র।

ভয়ঙ্কর পথদুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। দু’টি মালবোঝাই গাড়ির সংঘর্ষে আগুন ধরে গেল একটিতে। সেই আগুন আরও বড় আকার নেয় রাস্তার পাশে খড়ের গাদার জন্য। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশ এবং দমকলকে। তা ছাড়াও গাড়ি দু’টির বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে বলে খবর।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত থেকে একটি মোরাম বোঝাই ডাম্পার সবংয়ের নীলা বাসস্ট্যান্ড সংলগ্ন তেমাথানি-পটাশপুর রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে ছিল। পটাশপুরের দিক থেকে তেমাথানিগামী একটি ১৮ চাকার পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা ডাম্পারটিকে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে আগুন ধরে যায় ওই ১৮ চাকার ডাম্পারে। দাউদাউ করে জ্বলে ওঠে গোটা গাড়িটি। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের খড়ের গাদায়। কয়েক’শো মিটার দূর থেকেও দেখা যায় কালো ধোঁয়া।

রবিবার সকাল সকাল ওই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ৪টি ইঞ্জিন। প্রায় পাঁচ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে এই ঘটনার জেরে দীর্ঘ ক্ষণ বন্ধ থাকে যান চলাচল। রাজ্য সড়কে তৈরি হয় যানজট। আপাতত যান চলাচল স্বাভাবিক হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। দুর্ঘটনার নির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement
আরও পড়ুন