ধৃত গোবিন্দ ও কৃষ্ণপ্রসাদ। — নিজস্ব চিত্র।
পারিবারিক অশান্তির সময় রাগের মাথায় পিসির গলা লক্ষ্য করে কাঁচি চালালেন ভাইপো। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার এই ঘটনায় রবিবার গ্রেফতার করা হয় ভাইপো-সহ দু’জন।
পিংলার পিণ্ডরুই গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুরের বাসিন্দা ছিলেন ছবি রায় (৬২)। শনিবার বিকেলে তাঁর সঙ্গে বিবাদ বাধে তাঁরই ভাই কৃষ্ণপ্রসাদ মণ্ডলের পরিবারের। অভিযোগ, বচসার সময়ে ভাইপো গোবিন্দ মণ্ডল হামলা চালান পিসি ও তাঁর স্বামী গুরুপদ রায়ের উপরে। হাতের সামনে থাকা একটি কাঁচি নিয়ে পিসির গলায় আঘাত করেন।
আহত প্রৌঢ়াকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। পরে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই রবিবার মৃত্যু হয় ছবির।
অভিযুক্ত গোবিন্দ ও তাঁর বাবা কৃষ্ণপ্রসাদকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে দু’জনকেই গ্রেফতার করা হয়।